নৌকমান্ডো, বরিশাল, মুক্তিযুদ্ধ ১৯৭১

Barisalpedia থেকে

বরিশাল নদীর দেশ। নবম সেক্টর এ অঞ্চলে পাকিস্তান সরকারের নৌচলাচল বন্ধ করার জন্য সৈয়দ আবুল বাশারের নেতৃত্বে একটি নৌ-কমান্ডো প্রেরণ করে। সৈয়দ আবদুল বাশারের জন্ম রাজাপুরের গালুয়া গ্রামে। তিনি ছাত্রলীগ কর্মী। তিনি পলাশীর ভাগীরথী নদীর তীরে মে হতে আগস্ট পর্যন্ত নৌকমান্ডো হামলার ওপর ট্রেনিং নেন। ২৮ আগস্ট ১২ জনের দলপতি হয়ে বাশার প্লাস্টিক এক্সপ্লোসিভ, লিমপেট, মাইন প্রভৃতি নিয়ে বরিশাল আসেন। তিনি কর্ণকাঠির শাহ আলম খাঁর বাড়িতে ক্যাম্প করেন। ১৪ নভেম্বর আবুল বাশারের নেতৃত্বে নৌকমান্ডোরা বরিশাল আইডব্লিউটি ঘাটে একটি জাহাজ ও দুটি অয়েল ট্যাংকার ধ্বংস করেন। চট্টগ্রাম থেকে আরও ১৭ জন নৌকমান্ডো কর্ণকাঠি এসে পৌঁছেন। তাঁদের নিয়ে বাশার ১৭ নভেম্বর বরিশাল লঞ্চঘাটে দুটি জাহাজ ঘায়েল করেন। বরিশালে নৌকমান্ডো হামলার ফলে পাক সেনাদের রসদ ও অস্ত্র সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। তাঁরা গ্রামাঞ্চলে লঞ্চ ও গানবোটে হত্যা ও লুট করতে যাওয়া বন্ধ করে দেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।