"নৃপেন্দ্রনাথ রায়চৌধুরী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
(" জন্ম ১৯ ফেব্রুয়ারি ১৯০৬। মৃত্যু ৩০ এপ্রিল ১৯৭৭। আদিনিব..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

২২:৫৩, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

জন্ম ১৯ ফেব্রুয়ারি ১৯০৬। মৃত্যু ৩০ এপ্রিল ১৯৭৭। আদিনিবাস রায়েরকাঠি, পিরোজপুর, বরিশাল। মেদিনীপুরে জন্ম। পিতা সংস্কৃতিবিদ আদর্শ শিক্ষাব্রতী অধ্যাপক উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালিতে বি.এ. (১৯২৮) ও এম.এ.(১৯৩০) এবং ১৯৩৬খ্রি. বি.এল. পাশ করে সাংবাদিকরূপে জীবন আরম্ভ করেন। পরে বাংলায় উদয়ন, পঞ্চপুষ্প, উত্তরায়ণ প্রভৃতি, হিন্দিতে ন-টি এবং ইংরেজিতে দ্য ওরিয়েন্ট, দ্য উইকলি স্টার অফ ইন্ডিয়া, দ্য কমার্স প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেছেন। বিভিন্ন পত্রিকায় ছোটোগল্প কবিতা, অনুবাদ এবং প্রতœতত্ত্ব, ভাষাতত্ত্ব, অর্থনীতি, সমাজবিদ্যা প্রভৃতি বিবিধ বিষয়ে পা-িত্যপূর্ণ বহু প্রবন্ধ প্রকাশ করেছেন। কিছুকাল ভূপাল রাজ্যের প্রতœতত্ত্ব বিভাগের অধিকর্তা এবং সাঁচীস্তূপ ও বরোদা জাদুঘরের তত্ত্বাবধায়ক নিযুক্ত ছিলেন। ভারতবর্ষীয় বৌদ্ধমঠ মন্দিরের উপর রচিত নানা গ্রন্থের পা-িত্যপূর্ণ টীকা রচনা করেন। চল্লিশ থেকে ষাটের দশকের মধ্যে ভারত সরকারের নানা উচ্চপদে কাজ করেছেন। ১৯৫০খ্রি. ভারত সফররত আন্তর্জাতিক রেডক্রশ সংস্থার তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন। তাঁর গল্প ও প্রবন্ধ নিয়ে ‘নৃপেন্দ্রনাথ রচনা সম্ভার’ ১৯৯৫খ্রি. প্রকাশিত হয়।

তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।