নৃপেন্দ্রনাথ রায়চৌধুরী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৫৩, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে (" জন্ম ১৯ ফেব্রুয়ারি ১৯০৬। মৃত্যু ৩০ এপ্রিল ১৯৭৭। আদিনিব..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)
জন্ম ১৯ ফেব্রুয়ারি ১৯০৬। মৃত্যু ৩০ এপ্রিল ১৯৭৭। আদিনিবাস রায়েরকাঠি, পিরোজপুর, বরিশাল। মেদিনীপুরে জন্ম। পিতা সংস্কৃতিবিদ আদর্শ শিক্ষাব্রতী অধ্যাপক উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালিতে বি.এ. (১৯২৮) ও এম.এ.(১৯৩০) এবং ১৯৩৬খ্রি. বি.এল. পাশ করে সাংবাদিকরূপে জীবন আরম্ভ করেন। পরে বাংলায় উদয়ন, পঞ্চপুষ্প, উত্তরায়ণ প্রভৃতি, হিন্দিতে ন-টি এবং ইংরেজিতে দ্য ওরিয়েন্ট, দ্য উইকলি স্টার অফ ইন্ডিয়া, দ্য কমার্স প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেছেন। বিভিন্ন পত্রিকায় ছোটোগল্প কবিতা, অনুবাদ এবং প্রতœতত্ত্ব, ভাষাতত্ত্ব, অর্থনীতি, সমাজবিদ্যা প্রভৃতি বিবিধ বিষয়ে পা-িত্যপূর্ণ বহু প্রবন্ধ প্রকাশ করেছেন। কিছুকাল ভূপাল রাজ্যের প্রতœতত্ত্ব বিভাগের অধিকর্তা এবং সাঁচীস্তূপ ও বরোদা জাদুঘরের তত্ত্বাবধায়ক নিযুক্ত ছিলেন। ভারতবর্ষীয় বৌদ্ধমঠ মন্দিরের উপর রচিত নানা গ্রন্থের পা-িত্যপূর্ণ টীকা রচনা করেন। চল্লিশ থেকে ষাটের দশকের মধ্যে ভারত সরকারের নানা উচ্চপদে কাজ করেছেন। ১৯৫০খ্রি. ভারত সফররত আন্তর্জাতিক রেডক্রশ সংস্থার তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন। তাঁর গল্প ও প্রবন্ধ নিয়ে ‘নৃপেন্দ্রনাথ রচনা সম্ভার’ ১৯৯৫খ্রি. প্রকাশিত হয়।

তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।