নুরুল হক চৌধুরী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:১৯, ২৬ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("নুরুল হক চৌধুরী ১৮৮৪ খ্রিস্টাব্দে উলানিয়া জমিদার পরিবা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

নুরুল হক চৌধুরী ১৮৮৪ খ্রিস্টাব্দে উলানিয়া জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০২ খ্রিস্টাব্দে ঢাকা মুসলিম হাই স্কুলে ভর্তি হন এবং ১৯০৯ খ্রিস্টাাব্দে তাঁর শিক্ষা জীবন শেষ হয়। তিনি সাম্প্রদায়িক হিন্দু সাহিত্যিকদের উত্তরে ‘কালাপাহাড়’ (১৩২৭ বঙ্গাব্দ) রচনা করেন। এছাড়াও তাঁর গ্রন্থ হলো ‘আকর্ষণ’, ও ‘বঙ্গ জমিদার’। তিনি ১৯৮২ খ্রিস্টাব্দে দেহ ত্যাগ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।