নুরুল ইসলাম খান

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:১০, ৭ জুন ২০১৬ পর্যন্ত সংস্করণে ("নুরুল ইসলাম খান ওরফে এন. আই. খান বৃটিশ বিরোধী আন্দোলনের কর..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

নুরুল ইসলাম খান ওরফে এন. আই. খান বৃটিশ বিরোধী আন্দোলনের কর্মী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। পিতা: খান বাহাদুর হাশেম আলী খান। জন্ম : ২৪ নভেম্বর ১৯২১ সাল। মৃত্যু: ৯ এপ্রিল ১৯৮১ সাল। গ্রাম: সেহাঙ্গল, থানা: নেছারাবাদ (স্বরূপকাঠী), জেলা: পিরোজপুর।

রানীতিতে হাতেখড়ি

পিতা মাতা উভয়ের কাছ থেকেই প্রেরণা লাভ করে নুরুল ইসলাম খান ছাত্র জীবন থেকেই দেশ ও সমাজসেবায় ব্রতী হন এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। বিপ্লবী দলে যোগদান করে তিনি জেলা ফরওয়ার্ড ব্লকের অফিস সেক্রেটারী এবং জেলা ছাত্র ফেডারেশনের সহকারী সেক্রেটারী পদে অধিষ্ঠিত হন। ১৯৪২ সালের “ভারত ছাড় আন্দোলন”-এ সক্রিয় অংশ নেন এবং তখন তাঁর সম্পাদনায় কোলকাতা থেকে “পলাশী” নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের হয়।

দেশ বিভাগোত্তর রাজনৈতিক জীবন

১৯৫২ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বরিশালের ছাত্র যুবকদের নিয়ে “পাঠক মজলিস” এবং “সাহিত্য মাহফিল” প্রতিষ্ঠা করেন। ১৯৫৪ সাল থেকে বরিশালে তিনি “সাপ্তাহিক খাদেম” নামে একটি পত্রিকা বের করেন। তিনি বরিশাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাকেরগঞ্জ জেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। ১৯৫৮ সনে তিনি মরহুম জননেতা মৌলানা ভাসানীর নেতৃত্বে গঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং ১৯৭৪ সাল পর্যন্ত তিনি এই পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি ছিলেন। ১৯৭৪ সালে গঠিত ইউনাইটেড পিপলস পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং জাতীয় কার্যকরী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা কমিটির সভাপতি ছিলেন।

বার্মার রাজধানী রেঙ্গুনে অনুষ্ঠিত “এশিয়ান স্যোসালিষ্ট কনফারেন্স”-এ তদানীন্তন পূর্ব পাকিস্তান স্যোসালিষ্ট পার্টির প্রতিনিধি হয়ে তিনি যোগ দেন। তিনি জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এর জেলা শাখার সেক্রেটারী এবং জাতীয় ঐক্যফ্রন্টের জেলা শাখার চেয়ারম্যান ও পাকিস্তান ন্যাশনাল ইয়ুথ কাউন্সিলের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

মৃত্যু

৯ই এপ্রিল ১৯৮৯ তারিখে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।



তথ্যসূত্র: রুসেলি রহমান চৌধুরী। বরিশালের প্রয়াত গুণীজন। ইউনিভার্সিটি বুক পাবলিশার্স, ঢাকা। ২০০৬।