নীরেন ঘোষ

Barisalpedia থেকে

প্রথমে রাজ্যসভার ও পরবর্তীতে দমদম লোকসভার সদস্য নীরেন ঘোষের (এপ্রিল ১৯১৫-১.৭.২০০১) মূল নিবাস বরিশাল। পিতার নাম ডাক্তার মন্মথ নাথ।

নীরেন ঘোষ ছাত্রাবস্থাতেই রাজনীেিত জড়িয়ে পড়েন। মেধাবী ছাত্র নীরেন ঘোষ বরিশালের বাণী পিঠ থেকে ম্যাট্রিক, বি.এম. কলেজ থেকে আই.এ. ও বি.এ. পাশ করে উচ্চশিক্ষার জন্য কলকাতা যান। কলকাতায় কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়ে ১৯৩০ খ্রিস্টাব্দে প্রথম জেলে যান। ১৯৩৬ খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং চটকল আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৬৪ খ্রিস্টাব্দে পার্টি দ্বিধাবিভক্ত হলে তিনি সিপি.আই. (এম.)- এর দলে চলে আসেন। ১৯৭০ খ্রিস্টাব্দে পার্টির ট্রেড ইউনিয়ন সংস্থা (সিটু)-র জন্ম হলে তিনি একই সঙ্গে ‘সিটু’র সর্বভারতীয় সম্পাদক ও রাজ্য সহ-সভাপতির দায়িত্ব পান। ১৯৭০ খ্রিস্টাব্দে তিনি রাজ্যসভার সদস্য ও ১৯৮০ খ্রিস্টাব্দে দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।