"নিশিকান্ত বসু"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১৮৭৩। মৃত্যু ২৭ জুলাই১৯৩৯। জন্মস্থান হবিবপুর, বরিশ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

২২:৫১, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

জন্ম ১৮৭৩। মৃত্যু ২৭ জুলাই১৯৩৯। জন্মস্থান হবিবপুর, বরিশাল। চিকিৎসক ছিলেন। পরে অশ্বিনীকুমারের সহকর্মীরূপে বরিশালে স্বদেশি আন্দোলনে যোগ দিয়ে বিখ্যাত হন। ‘স্বদেশ বান্ধব সমিতি’র প্রথম সম্পাদক, ‘উন্নতি বিধায়িনী সমিতি’র প্রতিষ্ঠাতা ও ‘বঙ্গীয় হিতসাধন ম-লী’র প্রধান কর্মী এবং সহ-সম্পাদক ছিলেন। পল্লিগ্রামে স্ত্রীশিক্ষা বিস্তারে বঙ্গীয় হিতসাধন ম-লীর মহিলা বিদ্যাভবন তাঁরই চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ঢাকায় বিধবা আশ্রম প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং প্রথম সংগঠনকারী।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।