নির্মলচন্দ্র ঘোষ

Barisalpedia থেকে

স্বাধীনতা সংগ্রামী নির্মলচন্দ্র ঘোষের (অক্টো. ১৯০০- ১০.১০.১৯৮৭) আদি নিবাস বানারীপাড়ার গাভা গ্রামে। তাঁর পিতার নাম ভবেশচন্দ্র। নির্মলচন্দ্র ১৯২১ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বি.এ. পড়া ছাড়েন। বরিশাল জেলা কংগ্রেসের সেক্রেটারি ছিলেন। তিরিশের দশকে আইন অমান্য আন্দোলনে গ্রেপ্তার হয়ে ১৯৩৮ খ্রিস্টাব্দে ছাড়া পান। ১৯৫৩ খ্রিস্টাব্দ থেকে ঝাড়গ্রামের লোধাদের মধ্যে কাজ করতে আরম্ভ করেন। অরণ্যবাসী লোধাদের সঙ্গে বসবাস করে, তাদের বিশ্বাস উৎপাদন করে, তাদের নিয়ে গড় শালবনীতে ‘শান্তিকলোনী’ নামে বসতি স্থাপন তাঁর স্মরণীয় কীর্তি। নিজের হাতে তিনি লোধাদের চাষবাস শিখিয়েছেন, ঘরবাড়ি তৈরি করতে শিখিয়েছেন, স্কুল করেছেন, সমবায় পদ্ধতিতে কলোনির কাজকর্ম পরিচালনার শিক্ষা দিয়েছেন। শহর থেকে অনেক দূরে তাঁর এই বিরাট কর্মযজ্ঞ একসময় অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।