নির্মলকুমার রায়চৌধুরী, ডা.

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:০৪, ১৭ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("সমাজসেবী ও গরিবের চিকিৎসক ডা. নির্মলকুমার রায়চৌধুরীর (৯...." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সমাজসেবী ও গরিবের চিকিৎসক ডা. নির্মলকুমার রায়চৌধুরীর (৯.২.১৯১২- ২৪.১১.১৯৯৩) মূল নিবাস বরিশাল। পরবর্তীতে তিনি পুরুলিয়া শহরের অধিবাসী ছিলেন। পিতা রোহিণীকুমার রায়চৌধুরী। নির্মলকুমার বঙ্গবাসী কলেজ ও কারমাইকেল মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। তাঁর ডাক নাম ছিল ‘মাঝি’। গরিবের চিকিৎসক তিনি ‘মাঝি ডাক্তার’ নামে সুপরিচিত ছিলেন। ‘পুরুলিয়ার গান্ধী’ নিবারণচন্দ্র দাশগুপ্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। পুরুলিয়া বি.এড. কলেজ, নিস্তারিণী কলেজ, নব কুষ্ঠাশ্রম প্রভৃতি বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।