"নিয়ামতির সিকদার পরিবার"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাকেরগঞ্জ থানার নিয়ামতির সিকদারদের পূর্বপুরুষ শেখ আবদ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১২:২৩, ১৩ জুন ২০১৮ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বাকেরগঞ্জ থানার নিয়ামতির সিকদারদের পূর্বপুরুষ শেখ আবদুল লতিফ বুজুর্গ উমেদপুরে তালুক লাভ করে ফরিদপুর হতে এসে চামটা-নিয়ামতি গ্রামে বসতি স্থাপন করেন। তার পৌত্র আইনউদ্দিন সিকদার ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করলে ১৭৮৭ খৃৃস্টাব্দে তাকে হত্যা করা হয় এবং ঢাকার কালেক্টর তার তালুক বাজেয়াপ্ত করে নেয়। শেখ আবদুল লতিফের পুত্র নবাবের রাজস্ব কর্মচারী ছিলেন। তাই তাদের সিকদার পদবি।

সিকদারদের বংশ তালিকা: শেখ আব্দুল লতিফের পুত্র শেখ বাউদি সিকদার, তাঁর পুত্র শেখ আইন উদ্দিন সিকদার, তাঁর পুত্র শেখ ওয়াসিম উদ্দিন, তাঁর পুত্র আনছার উদ্দিন। আনছার উদ্দিনের তিন পুত্র আফতাব, মহিউদ্দিন ও সফিজউদ্দিন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।