"নিজামউদ্দিন আহমেদ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বেইজ কমান্ডার, গৌরনদী। নিজামউদ্দিন আহমেদ গৌরনদী থানার হ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:৫৫, ২৮ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বেইজ কমান্ডার, গৌরনদী। নিজামউদ্দিন আহমেদ গৌরনদী থানার হোসনাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্যাংকে চাকরি করতেন। ১৯৭১ সালে তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে যোগ দেন। তাকে গৌরনদী থানার বেইজ কমান্ডার নিযুক্ত করা হয়। তিনি গৌরনদী, মুলাদী থানায় পাকবাহিনীর বিরুদ্ধে কয়েকটি যুদ্ধ পরিচালনা করেন। তিনি ১৯৭৯ সালে জাতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৪ সালে গৌরনদী বন্দরে তাকে সস্ত্রাসীরা গুলি করে হত্যা করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।