নাসিরউদ্দিন আহমেদ, শহীদ মুহাম্মদ

Barisalpedia থেকে

শহীদ মুহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ আমতলী থানার তকতাবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাফেজ তালুকদার। নাসিরউদ্দিন বিএম কলেজের ছাত্র এবং তিনি ১৯৪৮ সালে বরিশাল মুসলিম ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি পাকিস্তান রেলওয়ে সার্ভিসের সদস্য ছিলেন। ১৯৭১ সালে তিনি চট্টগ্রামে চীফ পার্সোনেল অফিসার ছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন। বিহারী রেল কর্মচারীরা তার বিরুদ্ধে বিহারী হত্যার অভিযোগ আনে। নাসিরউদ্দিন ২৫ মার্চের পর স্ত্রী কন্যা নিয়ে রাউজান গ্রামে আত্মগোপন করেন। রেলওয়ের পাঞ্জাবী কর্মচারী আরশাদ মাহমুদ তার বিরুদ্দে বিহারী হত্যার অভিযোগ করে। ব্রিগেডিয়ার আহসানের নির্দেশে পাকবাহিনী নাসিরউদ্দিনকে রাউজান থেকে গ্রেফতার করে এবং সেখানে পুলের কাছে হত্যা করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।