"নারায়ণ চন্দ্র গুপ্ত"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("শিকারপুরের শ্রী নারায়ণ চন্দ্র গুপ্ত শিক্ষা বিস্তারে বি..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১০:৪৩, ২৫ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

শিকারপুরের শ্রী নারায়ণ চন্দ্র গুপ্ত শিক্ষা বিস্তারে বিশিষ্ট ভ‚মিকা পালন করেছেন। তিনি বরিশাল শহরের দপ্তরখানা রোডে একটি আয়ুর্বেদ কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিকারপুর, বাণীপীঠ ও বরিশাল টাউন স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন বরিশাল ধর্মরক্ষিণী সভার সেক্রেটারী ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।