নসরাত গাজির মসজিদ, বাখরগঞ্জ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪১, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বাখরগঞ্জের অদূরে শিয়ালগুনি গ্রামে পঞ্চদশ শতকের একটি মস..." দিয়ে পাতা তৈরি)

বাখরগঞ্জের অদূরে শিয়ালগুনি গ্রামে পঞ্চদশ শতকের একটি মসজিদ রয়েছে। জনশ্র“তি অনুসারে প্রাচীন এই মসজিদটি জনৈক নসরত গাজি কর্তৃক নির্মিত হয়েছিলো। বাংলার সর্বাপেক্ষা জনপ্রিয় স্বাধীন সুলতান আলাউদ্দীন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র নাসির খান, নাসিরউদ্দীন নসরৎ শাহ উপাধি ধারণ করে বাংলার সিংহাসনে উপবেশন করে। হতে পারে পরবর্তী সময়ে তার কোনো অনুচরের মাধ্যমে তার নামে শিয়ালগুনির এই মসজিদ নির্মিত হয়েছিল।

নসরাত গাজীর মসজদি, শিয়ালগুনি, বাখরগঞ্জ


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।