"নলছিটি পৌরসভা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("১৮৭৫ খ্রিষ্টাব্দে নলছিটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। নলছিটি..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:৫৮, ২৪ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

১৮৭৫ খ্রিষ্টাব্দে নলছিটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। নলছিটি বাণিজ্য কেন্দ্র ছিল। বন্দরের গুরুত্বের জন্য ৯ সদস্যবিশিষ্ট পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। পৌরসভার আয়তন ছিল অর্ধবর্গমাইল। নলছিটি পৌরসভার লোকসংখ্যা ১৮৮১ খ্রিষ্টাব্দে ১৮৮৬ জন, ১৯২১ খ্রিষ্টাব্দে ১৮৫৮ জন। প্রতিষ্ঠাকাল হতে নলছিটির সাবরেজিষ্ট্রার পদাধিকার বলে পৌরসভার চেয়ারম্যান নিযুক্ত হতেন। ১৯১৬ খ্রিষ্টাব্দ হতে চেয়ারম্যান নির্বাচিত হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।