নলছিটি উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৯, ২৬ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("নলছিটি উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণের একটি আপাত অসম্পূর..." দিয়ে পাতা তৈরি)

নলছিটি উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণের একটি আপাত অসম্পূর্ণ তালিকা- ১. সৈয়দ নজরুল ইসলাম, বিপ্লবী ছাত্র ইউনিয়ন নেতা ও মুক্তিযোদ্ধা, চাচৈর। ২. পুলিশ মাহবুব আলী, দেওয়াননগর, চট্টগ্রামে যুদ্ধে শহীদ। ৩. আলতাফ মাহমুদ, ফয়রা, ঝালকাটি কলেজের ছাত্র; নলছিটি যুদ্ধে ১৩ নভেম্বর শহীদ। ৪. মাহমুদুল হক, বরিশালে পাওয়ার সাবস্টেশনে চাকরি করতো, ঢাকা সেনানিবাসে নিহত। ৫. কাজী মহব্বত আলী, হদুয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকায় বিহারীদের দ্বারা নিহত। ৬. বিরেন কুমার সেনগুপ্ত, সিদ্ধকাটি। ৭. হারুন-অর-রশীদ। ৮. বিন্দু ঘোষ। ৯. দেলোয়ার হোসেন, আমিরাবাদ। ১০. সুলতান মোল্লা, বোয়ালিয়া। ১১. রাজেন্দ্র লালদাস, হারিখালী। ১২. ফকরউদ্দীন হাওলাদার, মগর। ১৩. ইউনুস আলী, পুলিশ, চাচৈর। ১৪. সুনীল কুমার চক্রবর্তী, ছাত্র, হায়বাৎপুর। ১৫. এএসআই হাবিবুর রহমান, পূর্ব দপদপিয়া, ছাতকে নিহত। ১৬. এনায়েত হোসেন, চাচৈর। ১৭. মনোরমা মুখার্জি, মানপাশা। ১৮. রঘুনাথ ভট্টাচার্য, শিক্ষক, বৈচন্ডি। ১৯. মোহাম্মদ আলী, ছোট প্রতাপ; দিনাজপুরে যুদ্ধে শহীদ। ২০. মহসীন আলী, ছোট প্রেমহার। ২১. আকরম হোসেন, কাটিপাড়া। ২২. হাসান আলী হাওলাদার, বড় প্রেমহার; সিলেট বেতারের মেকানিক। ২৩. হারুনর রশিদ, পরমপাশা। ২৪. মন্নান খলিফা, সোহাগকাটি। ২৫. আহম্মদ ব্যাপারী, বৈশাখিয়া। ২৬. বংশীধর পাল। ২৭. ইপিআর আবদুল্লাহ গুহ, ভবানীপুর। ২৮. অক্ষয় কুমার আর্চায্য, অভয়নীল। ২৯. মোহাম্মদ আলী খাঁ, বোয়ালিয়া। ৩০. আয়ন আলী খাঁ, লক্ষ্মণকাঠী। ৩১. হাশেম আলী হাওলাদের, ষাটপাকিয়া। ৩২. সিপাহী আমজাদ হোসেন, মগর। ৩৩. আক্কেল আলী, চাচৈর, সম্মুখ যুদ্ধে শহীদ। ৩৪. মালেক, নলছিটিতে ৯ ডিসেম্বর শহীদ। ৩৫. পান্তু, বিরাট।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫