নলছিটি উপজেলা

Barisalpedia থেকে

বাখরগঞ্জ গেজেটিয়ার ১৯৮৪ অনুযায়ী ১৮৭০-৭১ সালের প্রতিবেদনে বাখরগঞ্জ সদর মহকুমায় যে ৫টি থানার নাম পাওয়া যায় তার একটি নলছিটি। আবার বাংলাপিডিয়ামতে থানাটি গঠিত হয়েছে ১৯২৪ সালে। ২৪/৩/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।


নলছিটি পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ

১. পীতাম্বর সেন (অষ্টাদশ শতক), ১৭৫৭ সালের পলাশী যুদ্ধের ষড়যন্ত্রকারী রাজবল্লভের পৌত্র ও নলছিটি শহরের প্রতিষ্ঠাতা। ২. হেরম্বনাথ চট্টোপাধ্যায় (১.৩.১৯২৫ - ১১.৮.১৯৯৯), বিশিষ্ট শিক্ষাব্রতী; কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি.ফিল. এবং বুদাপেস্ট বিশ্ববিদ্যালয় থেকে ডি.এসসি.।


দপদপিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. হোসাইন আহমদ (রহ.), (? - ১৯৬৫) তিমিরকাঠির হুজুর নামে পরিচিত ছারছিনা মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক; গ্রাম: দপদপিয়া। ২. আবদুল মান্নান: (? - ১৯৯৪) মুক্তিযুদ্ধে বরিশাল সদরের বেইজ কমান্ডার, গ্রাম: দপদপিয়া। ৩. গোলাম মুস্তাফা (২ মার্চ ১৯৩৫ - ২০ ফেব্রুয়ারি ২০০৩), বাংলাদেশের অভিনয় জগতে এক কিংবদন্তী; গ্রাম: দপদপিয়া।


কুলকাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. হজরত শাহ্ চেরাগ আলম (১৭ শতকে) ইসলাম ধর্ম প্রচারক; গ্রাম: বিহঙ্গল। ২. অমূল্যকুমার দাশগুপ্ত (জন্ম ১৯১১ - ৫ মার্চ ১৯৭৩), লেখক এবং ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘শনিবারের চিঠি’র সহ-সম্পাদক; গ্রাম: কুলকাঠি। ৩. সুশীলকুমার মুখোপাধ্যায় (১.১.১৯১৪ - ১৮.১১.২০০৬), প্রখ্যাত মৃত্তিকাবিজ্ঞানী এবং কলকাতা ও কল্যাণী দুটি বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য; গ্রাম: কুলকাঠি।


কুশংগল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. তারিণীকুমার গুপ্ত (১৮৫০ - ১১ জানুয়ারি ১৯২৪), স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী ডাক্তার ও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান; গ্রাম: সরমহল। ২. নিশিকান্ত গঙ্গোপাধ্যায় (জন্ম ১৮৮৫ - ২১ ডিসেম্বর ১৯৭৮), ১৯৩০খ্রি. বরিশাল জেলা কংগ্রেসের সভাপতি ও বরিশালের সত্যাগ্রহ পরিচালনার সর্বাধিনায়ক; গ্রাম: মানপাশা। ৩. বিমল সেন (জন্ম ১৯০৬ - ১০ সেপ্টেম্বর ১৯৩৪), বিখ্যাত লেখক, গ্রাম: ফয়রা । ৪. যতীন্দ্রনাথ রায় (১৮৮৯ - ১৭ নভেম্বর ১৯৭২), ওরফে ফেগু রায়; বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী; কুশঙ্গল গ্রাম। ৫. নগেন্দ্রনাথ গুপ্ত (২০ জুন ১৯০৯- ২০ জুলাই ১৯৮৫) বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সংঘের জেলাশাখার সভাপতি ও শঙ্কর মঠের গ্রন্থাগারিক; গ্রাম: সরমহল।।


মোল্লাহাট ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬ সালের ১ এপ্রিল - ১৯৯৭ সালের ১০ জানুয়ারি), বিখ্যাত লেখক, গ্রাম: কামদেবপুর।


রানাপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (রহ.) (? - ১ আগস্ট ১৯৪২), হদুয়ার পীরসাহেব; গ্রাম: হদুয়া।


সিদ্ধকাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. গিরিজাপ্রসন্ন রায়চৌধুরী (জন্ম ১৮৬২ - মৃত্যু ১৮৯৯) সাহিত্যিক, গ্রাম: সিদ্ধকাঠী। ২. অনুকূলচন্দ্র (১৮৯৫ - ??), বরিশাল ‘ধর্মরক্ষিণী সভা’র অধ্যাপক ও সহ-সম্পাদক এবং আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে গীতা, রামায়ণ, মহাভারত প্রভৃতির ব্যাখ্যাতা; গ্রাম: সিদ্ধকাঠী।


নলছিটি উপজেলার বিখ্যাত সামন্ত পরিবারসমূহ

১. সিদ্ধকাঠির জমিদার পরিবার ২. সুজাবাদের সৈয়দ পরিবার ৩. বুজুর্গ উমেদপুরের জমিদার রাজবল্লভ পরিবার, কুলকাঠি ৪. বারৈকরন-কুলকাঠির জমিদার পরিবার


নলছিটি উপজেলার পুরাকীর্তিসমূহ

১. চিনা সমাধি, নলছিটি পৌরসভা ২. মল্লিকপুর মসজিদ, ৩. খান বাড়ি মসজিদ, আমিরাবাদ, ৪. সুজাবাদ কেল্লা, ৫. বারৈকরন মন্দির।


নলছিটি উপজেলার ঐতিহাসিক ঘটনাসমূহ

১. কুলকাঠি হত্যাকান্ড ২. চাচৈর যুদ্ধ ১৯৭১ ৩. নলছিটি দরগাবাড়ির যুদ্ধ, ১৯৭১ ৪. নলছিটি থানা দখল যুদ্ধ ১৯৭১


নলছিটি উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ: নলছিটি উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণের একটি আপাত অসম্পূর্ণ তালিকা-

১. সৈয়দ নজরুল ইসলাম, বিপ্লবী ছাত্র ইউনিয়ন নেতা ও মুক্তিযোদ্ধা, চাচৈর। ২. পুলিশ মাহবুব আলী, দেওয়াননগর, চট্টগ্রামে যুদ্ধে শহীদ। ৩. আলতাফ মাহমুদ, ফয়রা, ঝালকাটি কলেজের ছাত্র; নলছিটি যুদ্ধে ১৩ নভেম্বর শহীদ। ৪. মাহমুদুল হক, বরিশালে পাওয়ার সাবস্টেশনে চাকরি করতো, ঢাকা সেনানিবাসে নিহত। ৫. কাজী মহব্বত আলী, হদুয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকায় বিহারীদের দ্বারা নিহত। ৬. বিরেন কুমার সেনগুপ্ত, সিদ্ধকাটি। ৭. হারুন-অর-রশীদ। ৮. বিন্দু ঘোষ। ৯. দেলোয়ার হোসেন, আমিরাবাদ। ১০. সুলতান মোল্লা, বোয়ালিয়া। ১১. রাজেন্দ্র লালদাস, হারিখালী। ১২. ফকরউদ্দীন হাওলাদার, মগর। ১৩. ইউনুস আলী, পুলিশ, চাচৈর। ১৪. সুনীল কুমার চক্রবর্তী, ছাত্র, হায়বাৎপুর। ১৫. এএসআই হাবিবুর রহমান, পূর্ব দপদপিয়া, ছাতকে নিহত। ১৬. এনায়েত হোসেন, চাচৈর। ১৭. মনোরমা মুখার্জি, মানপাশা। ১৮. রঘুনাথ ভট্টাচার্য, শিক্ষক, বৈচন্ডি। ১৯. মোহাম্মদ আলী, ছোট প্রতাপ; দিনাজপুরে যুদ্ধে শহীদ। ২০. মহসীন আলী, ছোট প্রেমহার। ২১. আকরম হোসেন, কাটিপাড়া। ২২. হাসান আলী হাওলাদার, বড় প্রেমহার; সিলেট বেতারের মেকানিক। ২৩. হারুনর রশিদ, পরমপাশা। ২৪. মন্নান খলিফা, সোহাগকাটি। ২৫. আহম্মদ ব্যাপারী, বৈশাখিয়া। ২৬. বংশীধর পাল। ২৭. ইপিআর আবদুল্লাহ গুহ, ভবানীপুর। ২৮. অক্ষয় কুমার আর্চায্য, অভয়নীল। ২৯. মোহাম্মদ আলী খাঁ, বোয়ালিয়া। ৩০. আয়ন আলী খাঁ, লক্ষ্মণকাঠী। ৩১. হাশেম আলী হাওলাদের, ষাটপাকিয়া। ৩২. সিপাহী আমজাদ হোসেন, মগর। ৩৩. আক্কেল আলী, চাচৈর, সম্মুখ যুদ্ধে শহীদ। ৩৪. মালেক, নলছিটিতে ৯ ডিসেম্বর শহীদ। ৩৫. পান্তু, বিরাট। ৩৬. অক্ষয় কুমার আচার্য - অভয়নীল। ৩৭. দশরথ কুন্ডু, নলছিটি বন্দর। ৩৮. বংশীধর পাল, বন্দর। ৩৯. সুবীর দত্ত, অভয়নীল। ৪০. শাহ আলম, ধারনারায়ণপুর। ৪১. আলতাফ মাহমুদ, পিতা- আজাহার আলী, আজিয়াপুর, ঝালকাঠি কলেজের ছাত্র। ৪২. এমডি ফজলুল হক, মল্লিকপুর। ৪৩. মো: আবদুল্লাহ, নান্দিকাঠি; চট্টগ্রামের কুমিরা যুদ্ধে শহীদ। ৪৪. আবদুল আউয়াল, কাঠপাড়া, চাচৈর যুদ্ধে শহীদ। ৪৫. সিপাহী ইউনুস আলী, চাচৈর। ৪৬. এসআই হাবিবুর রহমান, দপদপিয়া; ছাতকে যুদ্ধে শহীদ। ৪৭. মোহাম্মদ আলী, দিনাজপুর যুদ্ধে শহীদ। ৪৮. আবুল হোসেন, নলছিটি যুদ্ধে শহীদ। ৪৯. সিপাহী মোতালেব, কর্ণকাঠী; ১৫ নভেম্বর শ্যামপুর যুদ্ধে শহীদ। ৫০. বাসুদেব শীল, ছাত্র, দপদপিয়া। ৫১. সুনীল কুমার চক্রবর্তী, হায়বাতপুর। ৫২. দেলওয়ার হোসেন, আমিরাবাদ। ৫৩. সুলতান মোল্লা, বোয়ালিয়া। ৫৪. সন্তোষ কুমার গুহ, ভবানিপুর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।