"নলচিড়া মাজার, গৌরনদী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মীর কুতুব শাহ বাংলার..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

২২:২২, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মীর কুতুব শাহ বাংলার এই অঞ্চলে আগমন করেন এবং মুলাদীর তেরচরে প্রথমে বসতি স্থাপন করেন। কথিত রয়েছে যে, স্বপ্নে নির্দেশ প্রাপ্ত হয়ে দিল্লী থেকে তিনি দক্ষিণাঞ্চলের উদচড়া নামক স্থানে অবস্থান করে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। এই সাধু পুরুষের মাজার নলচিড়ায় অবস্থিত।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২