নরেশচন্দ্র সেনগুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:২০, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ৭ আগস্ট ১৯১৬। মৃত্যু ২৩ নভেম্বর ১৯৮৪। জন্মস্থান খলি..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ৭ আগস্ট ১৯১৬। মৃত্যু ২৩ নভেম্বর ১৯৮৪। জন্মস্থান খলিশাকোটা, বরিশাল। পিতা বিলাসচন্দ্র সেনগুপ্ত। ইঞ্জিনিয়ারিং পাশ করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে তিনি কাজ করেন। পরে কলকাতার বেলেঘাটায় শিল্পজাত দ্রব্যের এক কারখানা স্থাপন করেন। তাঁর উদ্ভাবিত ‘ম্যাথামেটিক্যাল টেবল ডায়াল’ এককালে টাটা কোম্পানির প্রদর্শনীতে সমাদৃত হয়েছিল। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিশেষত অনুন্নত সম্প্রদায়ের মধ্যে শিক্ষাপ্রসারে এবং শিশুকল্যাণে ব্রতী ছিলেন। এই উদ্দেশ্যে মেদিনীপুরের ঝাড়গ্রামে গড় শালবনী এলাকায় দু-শো বিঘা জমি সংগ্রহ করে ১৯৬৩খ্রি. ‘বিকাশ ভারতী’ নামে সংস্থা গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানে আবাসিক বিদ্যালয়, অনাথ শিশুদের আশ্রম, প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র, হাসপাতাল এবং বিভিন্ন কল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকেন্দ্র আছে। শিশুকল্যাণ কাজের জন্য তিনি ১৯৮২খ্রি. জাতীয় পুরস্কারে ভূষিত হন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান