নরেন মুখোপাধ্যায়

Barisalpedia থেকে

বিশিষ্ট গণসংগীত শিল্পী নরেন মুখোপাধ্যায়ের (৩১.১২.১৯৩০- ১২.১.২০০) আদি নিবাস বরিশাল। বরিশালে বি.এম. কলেজে পড়াশোনা। পাঁচের দশকে আসামে থাকাকালীন হেমাঙ্গ বিশ্বাস ও সলিল চৌধুরীর সংস্পর্শে আসেন। আই.পি.টি.- এর সদস্য ছিলেন। কলকাতায় চলে আসেন ছয়ের দশকে। গণনাট্য সংঘের রাজ্যকমিটির সদস্য নির্বাচিত হন। সবরকম গানেই দক্ষতা ছিল। গণসংগীতেই ছিল তাঁর বিশেষ প্রতিষ্ঠা। ১৯৭৮ খ্রিস্টাব্দে হাভানায় বিশ্ব যুব উৎসবে যোগ দিয়েছিলেন। রাজ্য সংগীত আকাদেমির কার্যনির্বাহী সদস্য ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।