নরেন গুপ্ত
Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৫৬, ১৬ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন আন্দোলনের অন্যত..." দিয়ে পাতা তৈরি)
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা নরেন গুপ্তের (১৯১৮-৬.৯.২০০৪) আদি বাস বর্তমান গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলাকর গ্রামে।
নরেন গুপ্ত ১৯৩৫ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করে বরিশালের বি.এম. কলেজ থেকে আই.এসসি. ও কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বি.কম পাশ করেন। কলকাতায় ছাত্র ফেডারেশন, ট্রামওয়েজ সংগঠন, সোভিয়েত সুহৃদ সংঘ, গণনাট্য সংঘ প্রভৃতির সঙ্গে তিনি কাজ করতে থাকেন। ১৯৪৬ খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু কমিউনিস্ট মতাদর্শের প্রতি সমর্পিত প্রাণ। ১৯৪৫ খ্রিস্টাব্দে থেকে রেশনিং কর্মচারীদের মধ্যে সংগঠন গড়া শুরু করেন।
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।