নয়াভাঙ্গানি

Barisalpedia থেকে

নয়াভাঙানি বরিশালের একটি নদী। ১৭৮৭ খ্রিস্টাব্দে তিস্তার বন্যার সময় পদ্মার স্রোত আড়িয়াল খাঁ দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ার ফলে এক রাতে টরকী নদীর পূর্ব ভাগ যার নাম ছিল ছবিপুর নদী সেটি দুপাড় ভেঙ্গে হঠাৎ অনেক বড় হয়ে নয়াভাঙ্গনী নাম ধারণ করে। এটি হিজলা-মুলাদীর নিকট মেঘনা নদীর সাথে মিলিত হয়। এটি আদিতে ছিল আড়িয়াল খাঁর একটি ক্ষীণ ধারা যা হিজলার নিকট মেঘনা নদীতে প্রবাহিত হতো। ১৭৮৭ খ্রিস্টাব্দে এই ক্ষীণ ধারা বা খালটি নতুন করে ভেঙ্গে নদীতে পরিণত হয় এবং নয়াভাঙ্গনী নাম ধারণ করে। এ নদীর ভাঙ্গানের ফলে হিজলা বা উত্তর শাহবাজপুর ও ভোলার অনেকাংশা ভেঙ্গে যায়। দক্ষিণ শাহবাজপুর বা ভোলা এ সময় হতে উত্তর শাহবাজপুর ও বরিশালের মূল ভূখন্ড হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। টরকী, ছবিপুর, নয়াভাঙ্গনী ও আড়িয়াল খাঁ দক্ষিণে প্রায় ২০ মাইল প্রবাহিত হয়ে মেঘনার শাখা ইলিশা নদীর সাথে মেহেন্দীগঞ্জের নিকট মিলিত হয়েছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০