নমঃশূদ্র

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৮, ১৬ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

‘নমঃশূদ্র’ ছিল ঝালকাঠি থেকে প্রকাশিত একটি মাসিক পত্রিকা। বরিশাল ও ফরিদপুর জেলার অনুন্নত শ্রেণীর হিন্দুদের মধ্যে অধিকাংশই ছিল নমঃশূদ্র। তাদের উন্নয়নের জন্য ললিত বন্দ্যোপাধ্যায়, রজনী চট্টোপাধ্যায়, হেমন্তকুমার সেন, বসন্ত ঘটক, রসিক পাল, অনাথবন্ধু সেন, গৌরীকান্ত মন্ডল প্রমুখ মিলে একটি সমিতি গঠন করেছিলেন। ১৯১০ সালে অনাথবন্ধু সেনকে সম্পাদক এবং বসন্ত ঘটককে প্রচারক নিযুক্ত করে এ সমিতির পক্ষ থেকে সাপ্তাহিক ‘নমঃশূদ্র’ পত্রিকা প্রচারিত হয়। যতদূর জানা যায়, পত্রিকাটি ঝালকাঠী থেকে প্রকাশিত হতো।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।