"নথুল্লাবাদ শিবমন্দির, বরিশাল"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বরিশাল শহরের পশ্চিমপ্রান্তে নথুল্লাবাদ সমদ্দার বাড়িত..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

২২:১৬, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বরিশাল শহরের পশ্চিমপ্রান্তে নথুল্লাবাদ সমদ্দার বাড়িতে একটি প্রাচীন শিব মন্দিরের অবস্থান রয়েছে। জনশ্রুতি অনুসারে সেলিমাবাদ পরগনার অন্যতম জমিদার মদনমোহন বাংলা এক হাজার পঁচিশ সালে দোলযাত্রার দিনে বিশখালি নদীতে দক্ষিণচক্র নামের বিগ্রহ লাভ করে। প্রাপ্ত সেই বিগ্রহ বরিশাল সংলগ্ন নথুল্লাবাদ গ্রামে স্থাপন করা হয় এবং ঠাকুরের সেবার জন্য সমদ্দার উপাধিধারী জনৈক ব্রাহ্মণকে সেবাইত নিযুক্ত করা হয়। অদ্যাবধি সেই পরিবার শিব মন্দিরের রক্ষণাবেক্ষনের দায়িত্বে নিয়োজিত।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।