নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বেদান্ততীর্থ

Barisalpedia থেকে

শিক্ষাব্রতী ও সমাজসেবী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ২০ মার্চ ১৯০১ তারিখে বর্তমান আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর মৃত্যু তারিখ ২ সেপ্টেম্বর ১৯৯৩। কায়িক শ্রমদান ও স্বোপার্জিত আর্থিক অনুদানের মাধ্যমে বহু জনহিতকর প্রকল্পের সঙ্গে তিনি জড়িত ছিলেন। পঞ্চাশের মন্বন্তরে সমবায় আন্দোলনের মাধ্যমে দুর্ভিক্ষপীড়িত গ্রামবাসীদের রক্ষার চেষ্টা করেছেন। নিজ অর্থ ও জমিতে তিনি হাওড়ায় বিদ্যালয় স্থাপন করেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।