নকুলেশ্বর সরকার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:২৩, ১৬ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("খ্যাতনামা কবিয়াল নকুলেশ্বর সরকার ১৮৯৪ সালে ঝালকাঠিতে জ..." দিয়ে পাতা তৈরি)

খ্যাতনামা কবিয়াল নকুলেশ্বর সরকার ১৮৯৪ সালে ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। -- বরিশাল (বাংলাদেশ)। । ছাত্রবৃত্তি পরীক্ষা পাশ করেন। ১৭ বছর বয়সে বরিশালের কৃঞ্জবিহারী দত্তের গানে আকৃষ্ট হয়ে তিনি বহু গঞ্জনা-লাঞ্ছনা উপেক্ষা করে কবিগানচর্চায় আত্মনিয়োগ করেন। দীর্ঘ ৬০/৬৫ বছর ধরে তিনি পূর্ববঙ্গের কবিগানের শ্রেষ্ঠ শিল্পী বলে স্বীকৃতি পেয়েছেন। তিনি ১৯৮৭ সালে মৃত্যুবরণ করেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।