নকীব

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:১০, ১৮ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯২৬ সালের জানুয়ারিতে বরিশাল থেকে (মাঘ, ১৩৩২) জনাব নূর আহ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯২৬ সালের জানুয়ারিতে বরিশাল থেকে (মাঘ, ১৩৩২) জনাব নূর আহমেদের সম্পাদনায় পাক্ষিক ‘নকীব’ আত্মপ্রকাশ করে। তখনকার দিনে এটি ছিল মোটামুটি উল্লেখযোগ্য একটি পত্রিকা। পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন ‘কোরান কণিকা’-র কবি মীর ফজলে আলী। তিন সংখ্যা প্রকাশের পর পত্রিকাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ১৯৪৭ সাল পুনরায় সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয় এবং ১৯৫৬ সাল পর্যন্ত চলে। এ সময় পত্রিকাটির সম্পাদক ছিলেন মীর মাজেদ আলী। প্রথমদিকে মুসলিমলীগের সমর্থক পরে মুসলিমলীগ বিরোধী ভ‚মিকার কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়। বরিশাল হিতৈষীর মতো এ পত্রিকাটিও ছিল জাতীয়তাবাদী। সাহিত্যিক ও সাংবাদিক মোঃ ইয়াকুব আলী ও মোঃ আলী আশরাফ এ পত্রিকাটির সাথে জড়িত ছিলেন। প্যারারা রোডস্থ হামিদিয়া প্রিন্টিং প্রেসের দোতলায় এর কার্যালয় ছিল এবং ঐ প্রেস থেকেই পত্রিকাটি প্রকাশিত হতো। এই পত্রিকাটির লেখক তালিকায় অন্যান্যের সাথে ছিলেন গোলাম মোস্তফা, মীর ফজলে আলী, নরেন দাশ গুপ্ত, ফজিলতুননেছা, সুরেশগুপ্ত ও বজলুর হমান। দ্বিতীয় পর্যায়ে এ পত্রিকাটিতে যারা নিয়মিত কাজ করতেন তাদের মধ্যে ছিলেন বজলুর হমান, শামসুদ্দীন আবুল কালাম, এ. কে. জয়নুল আবেদীন, এ. কে. এম. আছাদুল হক, আবদুল গাফফার চৌধুরী, এ. এম. শামসের আলী, বি. ডি. হাবীবুল্লাহ, মাওলানা হেলালউদ্দীন, গাজী গিয়াসউদ্দীন আহমেদ, আনিস আহমদ, শাহানারা বেগম প্রমুখ।



তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।