দৌলত খান উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৩৬, ২৮ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("দৌলত খাঁ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. বীরশ্রেষ্ঠ শহীদ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

দৌলত খাঁ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল, পিতা হাবিলদার মোহাম্মদ হাবিবুর রহমান, সৈয়দপুর; ৪র্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সিপাহী; ১৭ এপ্রিল কুমিল্লা জেলার তেলিয়াপাড়া ও গঙ্গাসাগর এলাকায় পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ। ২. ল্যান্সনায়েক জয়নাল আবেদীন, দিদারউল্লাহ; ২৮ মার্চ দিনাজপুরে শহীদ। ৩. ল্যান্সনায়েক তজির আহম্মদ, চরলামাছি; রাজশাহীতে শহীদ। ৪. কাজী রুস্তম আলী, চরলামাছিপাড়া। ৫. শফিকুল ইসলাম, মেদুয়া। ৬. ইপিআর আবুল বশির খান, দিদারউল্লাহ; রাঙ্গামাটিতে শহীদ। ৭. কৃষ্ণকান্ত দেবনাথ, কলাখোলা। ৮. আবদুল লতিফ, চরপতা। ৯. মহম্মদ আলমগীর, মধ্য জয়নগর। ১০. নায়েক আবুল ফারাহ, দক্ষিণ সিমাপুর। ১১. আশ্রাফুল আসাদ মজনু, চরমানিকা; টনিরহাট সম্মুখে যুদ্ধে শহীদ। ১২. আবদুল মালেক বামনপুর; নবম সেক্টরে শহীদ। ১৩. শামসুল হক জমাদার, মেছুয়া। ১৪. মোহাম্মদ হাফেজ, চরখলিফা। ১৫. বশির আহমেদ, চরগুমালী; গুইংগারহাট যুদ্ধে শহীদ। ১৬. ইউনুস মাস্টার, পশ্চিম জয়নগর। ১৭. ওবায়দুল হক, দক্ষিণ সৈয়দপুর। ১৮. ফরিদউদ্দীন, মধ্য জয়নগর। ১৯. হাবিলদার শাহ আলম, দিদারগা; ৪ নম্বর সেক্টরে যুদ্ধে শহীদ। [অসম্পূর্ণ তালিকা]


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫