"দৌলতখান উপজেলা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাখরগঞ্জ গেজেটিয়ার ১৯৮৪ অনুযায়ী ১৮৭০-৭১ সালের প্রতিবে..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০০:৪৭, ৩ মে ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বাখরগঞ্জ গেজেটিয়ার ১৯৮৪ অনুযায়ী ১৮৭০-৭১ সালের প্রতিবেদন থেকে জানা যায় ভোলা (দক্ষিণ শাহবাজপুর) মহকুমার ২টি থানার একটি দৌলতখান। অথচ বাংলাপিডিয়ামতে থানাটি ১৮৭২ সালে গঠিত। ১০/৮/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়।

চর খলিফা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. শহীদ হাবিলদার রফিকুল ইসলাম, বীরবিক্রম (?? - ডিসেম্বর ১৯৭১), শহীদ মুক্তিযোদ্ধা; বীরবিক্রম খেতাবপ্রাপ্ত; গ্রাম: চরখলিফা। ২. শাহে আলম, বীরউত্তম (?? - ৪ ডিসেম্বর ১৯৭১), শহীদ মুক্তিযোদ্ধা; বীরউত্তম খেতাবপ্রাপ্ত; গ্রাম: দিদারউল্লাহ।

হাজীপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. কালাচাদ রায় (অষ্টাদশ শতক), দৌলত খানের রায় বংশের জদিারির প্রতিষ্ঠাতা; প্রকৃত নাম কালিকা প্রসাদ রায়। কালারাজা নামে পরিচিত; গ্রাম: হাজীপুর। ২. মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ (১৬ ডিসেম্বর ১৯৪৭ - ১৮ এপ্রিল ১৯৭১), বীরত্বের সর্বেচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ মর্যাদায় ভূষিত মুক্তিযোদ্ধা; গ্রাম: হাজীপুর।

মদনপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. আজিজুদ্দীন আহমদ (২১ ফেব্রুয়ারী ১৮৯৭ - ১০ জুলাই ১৯৬৮) আইনজ্ঞ, রাজনীতিবিদ ও পাকিস্তান আমলের মন্ত্রী; গ্রাম: মদনপুর। ৭। উত্তর জয়নগর ইউনিয়ন: ১. ড. আবুল হাসান শামসুদ্দিন (১৯৩৫ সালের ১১ই ফেব্রুয়ারী), অধ্যাপক ও লেখক; কোলকাতা বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি; গ্রাম: জয়নগর।

ঐতিহাসিক ঘটনা

১. গুপ্তগঞ্জ যুদ্ধ, ১৯৭১।

সামন্ত পরিবার

১. হাজীপুরের রায় পরিবার।

দৌলত খান উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল, পিতা হাবিলদার মোহাম্মদ হাবিবুর রহমান, সৈয়দপুর; ৪র্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সিপাহী; ১৭ এপ্রিল কুমিল্লা জেলার তেলিয়াপাড়া ও গঙ্গাসাগর এলাকায় পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ। ২. ল্যান্সনায়েক জয়নাল আবেদীন, দিদারউল্লাহ; ২৮ মার্চ দিনাজপুরে শহীদ। ৩. ল্যান্সনায়েক তজির আহম্মদ, চরলামাছি; রাজশাহীতে শহীদ। ৪. কাজী রুস্তম আলী, চরলামাছিপাড়া। ৫. শফিকুল ইসলাম, মেদুয়া। ৬. ইপিআর আবুল বশির খান, দিদারউল্লাহ; রাঙ্গামাটিতে শহীদ। ৭. কৃষ্ণকান্ত দেবনাথ, কলাখোলা। ৮. আবদুল লতিফ, চরপতা। ৯. মহম্মদ আলমগীর, মধ্য জয়নগর। ১০. নায়েক আবুল ফারাহ, দক্ষিণ সিমাপুর। ১১. আশ্রাফুল আসাদ মজনু, চরমানিকা; টনিরহাট সম্মুখে যুদ্ধে শহীদ। ১২. আবদুল মালেক বামনপুর; নবম সেক্টরে শহীদ। ১৩. শামসুল হক জমাদার, মেছুয়া। ১৪. মোহাম্মদ হাফেজ, চরখলিফা। ১৫. বশির আহমেদ, চরগুমালী; গুইংগারহাট যুদ্ধে শহীদ। ১৬. ইউনুস মাস্টার, পশ্চিম জয়নগর। ১৭. ওবায়দুল হক, দক্ষিণ সৈয়দপুর। ১৮. ফরিদউদ্দীন, মধ্য জয়নগর। ১৯. হাবিলদার শাহ আলম, দিদারগা; ৪ নম্বর সেক্টরে যুদ্ধে শহীদ। [অসম্পূর্ণ তালিকা]


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।