দেলওয়ার হোসেন বীরপ্রতীক, কর্নেল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:২৮, ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("৬ নম্বর সেক্টরের অধীন দিনাজপুরের সাব-সেক্টর কমান্ডার। ক..." দিয়ে পাতা তৈরি)

৬ নম্বর সেক্টরের অধীন দিনাজপুরের সাব-সেক্টর কমান্ডার। কর্নেল দেলওয়ার হোসেন বীরপ্রতীক রাজাপুর উপজেলায় গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল বিএম কলেজ থেকে আইএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। তাকে ৬ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীনতার পর তিনি মেজর ও লে. কর্নেল পদে পদোন্নতি লাভ করেন। ১৯৮১ সালে তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে সংঘটিত সেনা অভ্যুত্থানের দায়ে সামরিক আদালতের বিচারে তাঁকে ফাঁসি দেয়া হয়। তাকে বরিশাল শহরে সাগরদিতে দাফন দেয়া হয়। তাঁর স্ত্রী নূজোহান বেগম বীরউত্তম শাহজাহান ওমরের বোন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫