"দুর্গামোহন সেন"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১৭ নভেম্বর ১৮৭৭। মৃত্যু ১১ সেপ্টেম্বর ১৯৭২। জন্মস্..." দিয়ে পাতা তৈরি)
 
১ নং লাইন: ১ নং লাইন:
জন্ম ১৭ নভেম্বর ১৮৭৭। মৃত্যু ১১ সেপ্টেম্বর ১৯৭২। জন্মস্থান চন্দ্রহার, উজিরপুর, বরিশাল। পিতা সনাতন সেন। ১৯০৩খ্রি. বরিশালের ব্রজমোহন কলেজ থেকে বি.এ. পাশ করেন। স্বদেশি আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং অশ্বিনীকুমার গঠিত সেবাদল ‘দি লিটল ব্রাদার্স অফ দি পুয়োর’ ও ‘স্বদেশ বান্ধব সমিতি’র একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ১৯০৯খ্রি. এক বিধবাবিবাহ সভায় উপস্থিত থাকার জন্য তাঁকে ‘একঘরে’ করা হয়েছিল। ১৯০৬খ্রি. বরিশালে যে বিখ্যাত বেঙ্গল প্রভিন্সিয়াল কনফারেন্স হয় তাতে অশ্বিনীকুমার তাঁকে প্রচার বিভাগের গুরুদায়িত্ব দিয়েছিলেন। বাংলা সাপ্তাহিক ‘বরিশাল হিতৈষী’র সম্পাদকরূপে তিনি খ্যাতি অর্জন করেন। নির্ভীক সাংবাদিকতার জন্য তাঁকে ইংরেজ সরকারের হাতে বহু নির্যাতন সহ্য করতে হয়েছে। স্বদেশি আন্দোলনে তিনি বরিশালের স্তম্ভস্বরূপ ছিলেন। দেশবিভাগের পর তিনি বরিশালেই থেকে যান। পাকিস্তান সরকারের আমলেও এই সাংবাদিককে দু-বছর কারাদ- ভোগ করতে হয়েছে। নেহরু-লিয়াকৎ আলি চুক্তির বেশ কিছুদিন পর ১৯৫০খ্রি. তিনি পশ্চিমবঙ্গে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন।  
+
জন্ম ১৭ নভেম্বর ১৮৭৭। মৃত্যু ১১ সেপ্টেম্বর ১৯৭২। জন্মস্থান গৌরনদী থানার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রাম। পিতা সনাতন সেন। ১৯০৩খ্রি. বরিশালের ব্রজমোহন কলেজ থেকে বি.এ. পাশ করেন। স্বদেশি আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং অশ্বিনীকুমার গঠিত সেবাদল ‘দি লিটল ব্রাদার্স অফ দি পুয়োর’ ও ‘স্বদেশ বান্ধব সমিতি’র একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ১৯০৯খ্রি. এক বিধবাবিবাহ সভায় উপস্থিত থাকার জন্য তাঁকে ‘একঘরে’ করা হয়েছিল। ১৯০৬খ্রি. বরিশালে যে বিখ্যাত বেঙ্গল প্রভিন্সিয়াল কনফারেন্স হয় তাতে অশ্বিনীকুমার তাঁকে প্রচার বিভাগের গুরুদায়িত্ব দিয়েছিলেন। বাংলা সাপ্তাহিক ‘বরিশাল হিতৈষী’র সম্পাদকরূপে তিনি খ্যাতি অর্জন করেন। স্বদেশি আন্দোলনে তিনি বরিশালের স্তম্ভস্বরূপ ছিলেন। দেশবিভাগের পর তিনি বরিশালেই থেকে যান। পাকিস্তান সরকারের আমলেও এই সাংবাদিককে দু-বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছে। নেহরু-লিয়াকৎ আলি চুক্তির বেশ কিছুদিন পর ১৯৫০খ্রি. তিনি পশ্চিমবঙ্গে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন।  
  
 
----
 
----
 
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।
 
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।

১০:৫৫, ২ মে ২০১৬ তারিখের সংস্করণ

জন্ম ১৭ নভেম্বর ১৮৭৭। মৃত্যু ১১ সেপ্টেম্বর ১৯৭২। জন্মস্থান গৌরনদী থানার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রাম। পিতা সনাতন সেন। ১৯০৩খ্রি. বরিশালের ব্রজমোহন কলেজ থেকে বি.এ. পাশ করেন। স্বদেশি আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং অশ্বিনীকুমার গঠিত সেবাদল ‘দি লিটল ব্রাদার্স অফ দি পুয়োর’ ও ‘স্বদেশ বান্ধব সমিতি’র একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ১৯০৯খ্রি. এক বিধবাবিবাহ সভায় উপস্থিত থাকার জন্য তাঁকে ‘একঘরে’ করা হয়েছিল। ১৯০৬খ্রি. বরিশালে যে বিখ্যাত বেঙ্গল প্রভিন্সিয়াল কনফারেন্স হয় তাতে অশ্বিনীকুমার তাঁকে প্রচার বিভাগের গুরুদায়িত্ব দিয়েছিলেন। বাংলা সাপ্তাহিক ‘বরিশাল হিতৈষী’র সম্পাদকরূপে তিনি খ্যাতি অর্জন করেন। স্বদেশি আন্দোলনে তিনি বরিশালের স্তম্ভস্বরূপ ছিলেন। দেশবিভাগের পর তিনি বরিশালেই থেকে যান। পাকিস্তান সরকারের আমলেও এই সাংবাদিককে দু-বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছে। নেহরু-লিয়াকৎ আলি চুক্তির বেশ কিছুদিন পর ১৯৫০খ্রি. তিনি পশ্চিমবঙ্গে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।