দুধ মল্লিকের (রঃ)-এর মাজার, গৌরনদী

Barisalpedia থেকে

বৃহত্তর বরিশালে প্রথম দিকে যে সকল ধর্ম প্রচারক ইসলাম প্রচারে আগমন করেছিলেন হযরত দুধ মল্লিক (রঃ) ছিলেন তাদের অন্যতম। তার প্রকৃত নাম জানা না গেলেও তিনি হযরত মল্লিক দুধ কুমার শাহ নামে পরিচিত। কথিত আছে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ইয়েমেনের কোনো এক বাদশাহর সাত ছেলে বাংলা অঞ্চলে ইসলাম প্রচারে আগমন করেছিলেন। হযরত দুধ মল্লিক ছিলেন সেই বাদশাহর দ্বিতীয় পুত্র। বলা হয়ে থাকে তিনি শুধুমাত্র গরুর দুধ পান করে জীবন ধারন করতেন। আর এই জন্যেই তিনি দুধ মল্লিক নামে পরিচিতি লাভ করেন। মোগল শাসনামলে স্থাপিত এই মাজার ও মসজিদটি বাদশাহর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিলো বলে জানা যায়। হযরত দুধ কুমার মল্লিকের (রঃ) মাজার রক্ষণাবেক্ষনের জন্য তাই সম্রাট জাহাঙ্গীর উল্লেখযোগ্য পরিমান লাখেরাজ জমি প্রদান করেন। এই দানপত্রের তাম্রলিপিতে সম্রাজ্ঞী নুরজাহানের পাঞ্জা অঙ্কিত রয়েছে। বর্তমানে ঐতিহাসিক সেই দানপত্র মাজার রক্ষণাবেক্ষনের দায়িত্বপ্রাপ্তদের নিকট রক্ষিত বলে জানা যায় ।

Image 24.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।