দীন মোহাম্মদ গঙ্গোপাধ্যায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:১৪, ২০ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("দীন মোহাম্মদ গঙ্গোপাধ্যায়ের [১৮৫৩ - ১৯১৬] নাম ছিল মনোরঞ্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

দীন মোহাম্মদ গঙ্গোপাধ্যায়ের [১৮৫৩ - ১৯১৬] নাম ছিল মনোরঞ্জন গঙ্গোপাধ্যায়। এ কুলীন ব্রাক্ষণ সন্তান বরিশাল শহরের নিকটবর্তী নথুল্লাবাদ গ্রামের বিখ্যাত গাঙ্গুলী বংশে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা জেলার আড়াই হাজার থানার অন্তর্গত নোয়াগাঁও গ্রামের মৌলানা ফৈজুদ্দিন লস্করের নিকট ইসলাম র্ধম দীক্ষিত হন এবং সেই গ্রমে বহু বৎসর বাস করেন। তিনি ইসলাম র্ধম গ্রহন করার পর মৌলভী দীন মোহাম্মদ গঙ্গোপাধ্যার নামে পরিচিত হন। পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত তারাবড়িয়া গ্রামে ১৯১৬ সালে তিনি মৃত্যুমুখে পতিত হন। ‘ক্রুসেড ও জেহাদ’ (১ম খন্ড) তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। এটি ১৩১৫ সালে অর্থৎ ১৯০৮ খ্রীষ্টাব্দে ৬নং কলেজ স্কোয়ার, কলিকাতা থেকে আবদুল লতিফ কর্তৃক সামযন্ত্রে মুদ্রিত ও প্রকাশিত হয়।‘ক্রুসেড ও জেহাদ’-এর পৃষ্ঠা সংখ্যা১৭৮+ দশ আনা। এ বইটি ইতিহাসভিত্তিক রচনা।২



তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)