দাউদ শাহ, হজরত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩৫, ২ মে ২০১৬ পর্যন্ত সংস্করণে ("হযরত দাউদ শাহ্ বাদশাহ শাহ্ সুজার আমলে ঝালকাঠিতে এসেছিলে..." দিয়ে পাতা তৈরি)

হযরত দাউদ শাহ্ বাদশাহ শাহ্ সুজার আমলে ঝালকাঠিতে এসেছিলেন বলে অনুমান করা হয়। ঝালকাঠির সুগন্ধিয়া গ্রামটিতে হযরত দাউদ শাহ্ (রঃ) এবং তার সাথীদের মাজার অবস্থিত। হযরত দাউদ শাহ্ (রঃ) ইরান থেকে প্রথমে ভারতে এসেছিলেন। পরবর্তীতে এ বাংলা মুলুকে পদার্পণ করেন ইসলাম প্রচারের মহান ব্রতে। হযরত দাউদ শাহ্ এতদঞ্চলে তিন খানা মসজিদ নির্মাণ করেছিলেন বলে নজির পাওয়া যায়। ঝালকাঠি বন্দরে একখানি মসজিদ স্থাপন করেছিলেন এবং সেখানে বসে দ্বীনের দাওয়াতের জন্য মানুষদেরকে আহবান জানাতেন। ঝালকাঠির তাবলীগ মসজিদের ঠিক কাছেই তিনি এই পাকা মসজিদ নির্মাণ করেন। একটি ছোট্ট পাকা খুপরির মত নামাযের ঘর রূপে এই মসজিদ ১৯৬৭ সাল পর্যন্ত দেখা গেছে। পরবর্তীতে সেই জীর্ণ ঘরটি ভেঙ্গে ঝালকাঠি মারকাজ মসজিদ নির্মিত হয়েছে।

এ ছাড়া হযরত দাউদ শাহ্ ঝালকাঠির শহরতলীর সুতালরীতে ও নলছিটিতে মসজিদ নির্মাণ করেছেন। সুগন্ধিয়ায় অবস্থিত হযরত দাউদ শাহ্ (রঃ) এর মাজারের পশ্চিম দক্ষিণ প্রান্তের কয়েকটি ভগ্ন কবর তাঁর সাথীদের বলে অনুমিত। হয়তো দাউদ শাহ্ (রঃ) দরবার ছিল এটা। হযরত কায়েদ সাহেব হুজুর বহুবার এ মাজারে এসে নির্ধারিত তারিখে ওয়াজ মাহফিল করে মাজার সংশ্লিষ্ট আচার-আচরণকে সুন্নী ধারায় পরিবর্তন করেন।



তথ্যসূত্র: আবদুর রশীদ। এই সেই ঝালকাঠি। আল ইসলাম পাবলিকেশনস, ঝালকাঠি। ২০০১।