দয়াল চৌধুরী

Barisalpedia থেকে

দয়াল চৌধুরী ছিলেন বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নে নন্দপড়া গ্রামের এক প্রভাবশালী জমিদার।

নবাবী আমলে আগাবাকের বাকলা-চন্দ্রদ্বীপের বৃহৎ জমিদারীর মালিক ছিলেন। জমিদারী পরিচালনার জন্য তাঁর পুত্র আগাসাদেক বাকেরগঞ্জে মাঝে মাঝে গোলাবাড়ীতে বাস করতেন। তিনি ইন্দ্রিয়পরায়ণ ছিলেন। দয়াল চৌধুরীকে আগাসাদেকের ভোগের জন্য নারী সংগ্রহ করে দিতে হতো। এক পর্যায়ে তার চোখ পড়ে দয়াল চৌধুরীর কন্যাদের প্রতি। দয়াল চৌধুরীর কন্যাদের ভোগ করার অধিকার পেতে সে আক্রমণ করে দয়াল চৌধুরীর বাড়ি। প্রথমবারে সে দয়াল চৌধুরীর নিকট পরাজিত হয়। পুনরায় সে বুজুর্গ উমেদপুরের প্রভাবশালী ভূস্বামী দয়াল চৌধুরীর বাড়ি আক্রমণ করে। দয়াল চৌধুরী যুদ্ধে পরাজিত হন। পরাজয়ের সংবাদ শুনে দয়াল চৌধুরীর স্ত্রী, কন্যা ও অন্যাণ্য পুরনারী নাগেরবাড়ীর নিকট বিষখালীর শাখা নদীতে ডুবে মারা যায়। তাই স্থানীয় লোকেরা বলে থাকেন “ পরের ক্ষতি আপন নাশ, তার সাক্ষী দয়াল দাস”।

বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নে নন্দপড়া গ্রামে দয়াল চৌধুরীর বাড়ির ধ্বংসাবশেষ ও তার দীঘি আগাসাদেকের নিষ্ঠুর কাহিনীর সাক্ষ্য হয়ে আছে। অনেকে এ ঘটনার জন্য আগাবাকেরকে দায়ী করেন। কিন্তু আগাবাকের অভ্যন্তরীণ ঘটনা জানতেন না। আগাসাদেক তাকে জানিয়েছিলেন যে, দয়াল চৌধুরী নবাবের বিরুদ্ধে বিদ্রোহ করছেন।



তথসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কার প্রকাশনী। ২০১০।