তারাপ্রসাদ গুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:৩৯, ২২ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("তারা গুপ্ত নামে তিনি সমধিক পরিচিত। তিনি উজিরপুরের শিকার..." দিয়ে পাতা তৈরি)

তারা গুপ্ত নামে তিনি সমধিক পরিচিত। তিনি উজিরপুরের শিকারপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট বিদ্যোৎসাহী নারায়ণ চন্দ্র গুপ্ত। তারা গুপ্ত অনুশীলন দলের সদস্য ছিলেন। তিনি বিপ্লবীদের শরীর চর্চা শিক্ষা দিতেন। তিনি অনেক বছর অন্তরীণ ছিলেন। ১৯৩৮ খ্রিস্টাব্দের পর তিনি আরএসপি দলে যোগ দেন। বর্তমানে তিনি কলকাতায় বাস করছেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।