তারপাশা

Barisalpedia থেকে

ঝালকাঠি থানার দক্ষিণ দিকে তারপাশা গ্রামটি অবস্থিত। তারপাশা গ্রামে বৈদ্য কুলোদ্ভব রায় বংশ বিখ্যাত পরিবার। এ বংশের রাম গোবিন্দ রায় নবাবের কবিরাজী করে রায় উপাধি লাভ করেন। রায় গোবিন্দের পুত্র পরীক্ষিত রায় বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ছিলেন। এ বংশের হরকুমার রায় বরিশাল বিভাগে প্রথম ‘পরিমল বাহিনী’ পত্রিকা প্রকাশ করেন। তিনি বাংলা ১৩০৩ খৃৃস্টাব্দে মৃত্যুবরণ করেন। তারপাশা গ্রামের কতিপয় বিখ্যাত ব্যক্তি হলেন- ১. শরৎকুমার রায় (১৮৭৮- ২ জুন ১৯৩৫), লেখক ও সাংবাদিক। ২. চিন্তারঞ্জন স্মৃতিতীর্থ: (জুলাই ১৮৮৩ - ৩০ মার্চ ১৯৫০), মহাভারতের বিষয়ে নিখিল ভারতীয় প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে ‘সরস্বতী’ ও ‘ভারতী’ উপাধিপ্রাপ্ত। ৩. রাধিকারঞ্জন বন্দ্যোপাধ্যায়: (১৯১৬- ১৩.১.১৯৯৯) স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের দুই মেয়াদে মন্ত্রী।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খÐ)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।