তারকেশ্বর সেনগুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:১৯, ১৭ এপ্রিল ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ১৫ এপ্রিল ১৯০৫। মৃত্যু ১৬ সেপ্টেম্বর ১৯৩১। জন্মস্থান গৈলা, গৌরনদী, বরিশাল। অবশ্য গৈলা গ্রামটি এখন আগৈলঝাড়া উপজেলার অন্তর্গত। পিতা হরিচরণ সেনগুপ্ত। ১৯২৪খ্রি. গৈলা স্কুল থেকে ম্যাট্্িরক পাশ করেন। ১৯২৫খ্রি. শঙ্কর মঠের কর্মী হন। ১৯২৬খ্রি. বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আই.এ. পরীক্ষা দেন কিন্তু পাশ করতে পারেননি। পরবর্তীকালে অসহযোগ আন্দোলন ও লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেন। গ্রেপ্তার হয়ে বিনাবিচারে আটক থাকেন। হিজলি বন্দি-শিবিরে রাজবন্দিদের উপর গুলিবর্ষণকালে আহত হয়ে ওই দিনই মারা যান। তারকেশ্বরের সঙ্গে কলকাতার সন্তোষ মিত্রও রক্ষীদের গুলিতে মৃত্যুমুখে পতিত হন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও সুভাষচন্দ্র বসুর চেষ্টায় ও ব্যবস্থাপনায় উভয়ের শব স্পেশাল ট্্েরনে করে কলকাতায় আনা হয়। হাওড়া স্টেশন থেকে মিছিল করে শব দুটি কেওড়াতলা শ্মশানে নিয়ে ভস্মীভূত করা হয়। অতঃপর তারকেশ্বরের চিতাভস্ম তাঁর জন্মভূমি গৈলা গ্রামে নিয়ে যাওয়া হয়। দেশের মাটিতে চিতাভস্ম প্রোথিত করে তার উপর যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় তার শিলান্যাস করেন জননায়ক সুভাষচন্দ্র বসু।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।