তাবলীগ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:২৮, ১৯ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("পাক্ষিক ‘তাবলীগ’ প্রথম প্রকাশিত হয় বাংলা ১৩৫৬ সনের ১৫ই..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

পাক্ষিক ‘তাবলীগ’ প্রথম প্রকাশিত হয় বাংলা ১৩৫৬ সনের ১৫ই অগ্রহায়ণ মোতাবেক ২৯ নভেম্বর ১৯৪৯ তারিখে। শর্ষিনা মাদ্রাসা প্রেস থেকে পত্রিকাটি প্রকাশিত হতো। প্রতি সংখ্যার মূল্য ছিল তিন আনা। বার্ষিক সডাক মূল্য চার টাকা। এ পত্রিকায় সব ধরনের লেখা স্থান পেলেও ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হতো। উল্লেখযোগ্য লেখক তালিকায় ছিলেন আবুল হাসেম মিয়া (কবি শেখর), মুহা. আজাহার উদ্দীন কবিরতœ, মাও: শরীফ মুহা: আবদুল কাদীর রহমতপুরী, হাফিজ (শায়েস্তাবাদী) ও এ. এফ. আখতারুর রহমান। এ পত্রিকাটির প্রকাশনা বর্তমানেও অব্যাহত রয়েছে।

পত্রিকাটির সহ-স¤পাদক ছিলেন মুহম্মদ আবদুল গণি শায়েস্তাবাদী। পত্রিকাটি ছিল ‘ছারছীনার মরহুম হযরত পীর ছাহেব কর্তৃক প্রকাশিত’। ‘তাবলীগ’ প্রতি বাংলা মাসের ১ ও ১৬ তারিখে বের হতো। মুহম্মদ আজীজুর রহমান কর্তৃক ছারছীনা মাদ্রাসা প্রেস, দারুছুন্নত, বাকেরগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। পৃষ্ঠা সংখ্যা ২০ এবং মূল্য ২৫ পয়সা। সাইজ দশ সাড়ে সাত ইঞ্চি।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।