তানজীম

Barisalpedia থেকে

১৯৪৯ সালে মাওলানা মোঃ হেলালউদ্দীন ও মাওলানা মোঃ আবদুর রহিমের স¤পাদনায় বরিশালের আল-আমিন প্রেস থেকে প্রকাশিত হয় সাপ্তাহিক ‘তানজীম’। পত্রিকাটি ছিল জামায়াতে ওলামায়ে ইসলামের মুখপত্র। ১ম বর্ষের ১ম সংখ্যা সম্ভবত ১২ জ্যৈষ্ঠ ১৩৫৬ মোতাবেক ২৬ মে ১৯৪৯ তারিখে প্রকাশিত হয়। স¤পাদক মোহাম্মদ হেলাল উদ্দীন ও মোহাম্মদ আবদুর রহীম। ১ম বর্ষের ৭ম সংখ্যায় পত্রিকাটির উদ্দেশ্য স¤পর্কে বলা হয়েছে : ‘ইছলামের মৌলিক দাওয়াতকে মানুষের কানে কানে পৌছান, ইছলামের আদর্শে সমাজ ও রাষ্ট্র গঠনকরা এবং সমগ্র পৃথিবীতে এক বিরাট ইছলামী বিপ্লবের সৃষ্টি করিতে চেষ্টা করাই তানজীমের ভবিষ্যৎ কর্মসূচী।’ মোঃ হেলালউদ্দীন কর্তৃক ইসলামিয়া প্রিন্টিং ওয়ার্কস (লাইনরোড), বরিশাল থেকে মুদ্রিত ও এবাদুল্লাহ মসজিদ থেকে প্রকাশিত। অফিস: এবাদুল্লাহ মসজিদ, চক বাজার, বরিশাল। পৃষ্ঠাসংখ্যা ৮। দাম দুই আনা।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।