তপ্পে নাজিরপুর

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১৬, ২৪ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("তপ্পে নাজিরপুর বরিশালের একটি পরগণার নাম। চন্দ্রদ্বীপ হত..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

তপ্পে নাজিরপুর বরিশালের একটি পরগণার নাম। চন্দ্রদ্বীপ হতে এই পরগণা সৃষ্টি হয়। মিঃ হান্টার বলেছেন, সেলিমাবাদ হতে নাজিরপুর সৃষ্টি। কিন্তু এ কথা ঠিক নয়। নাজিরপুর পরগণার ভূমি পূর্বে চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল। সম্রাট জাহাঙ্গীর রাজকার্যে সন্তুষ্ট হয়ে তার উজির উলফত গাজীকে তপ্পে নাজিরপুর পরগণা প্রদান করেছিলেন। উলফত গাজীর উত্তরাধিকারীদের মধ্যে বিবাদ শুরু হলে রাজস্ব বাকি পড়ে এবং নাজিরপুর পরগণা ১৮২৯ খৃৃস্টাব্দে নিলামে বিক্রি হলে কলকাতার পাথুরিয়ার ঠাকুর বংশ তা ক্রয় করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।