"তজুমদ্দিন উপজেলা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাখরগঞ্জ গেজেটিয়ার ১৯৮৪ অনুযায়ী ১৯১৫ সালের জে সি জ্যা..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০০:২০, ৩ মে ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বাখরগঞ্জ গেজেটিয়ার ১৯৮৪ অনুযায়ী ১৯১৫ সালের জে সি জ্যাকের গেজেটিয়ার থেকে দেখা যায় ভোলা মহকুমার ৪টি থানার একটি তজুমদ্দিন। অথচ বালাপিডিয়ায় আছে থানাটি গঠিত হয়েছে ১৯২৮ সালের ২৮ আগস্ট। ২৪/৩/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়।


তজুমদ্দিন উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. ইবিআর নায়েক আব্দুল মন্নান, চাঁদপুর; কুমিল্লা সেনানিবাসে নিহত। ২. নায়েক জহিরুল হক, শশীগঞ্জ; কুমিল্লায় শহীদ। ৩. ইবিআর মন্নান, শশীগঞ্জ; কুমিল্লায় শহীদ। ৪. ল্যান্স নায়েক আবুল কাসেম, চাঁদপুর; ঢাকা সেনানিবাস হতে নিখোঁজ। ৫. ল্যান্স নায়েক মুহম্মদ ইদ্রিস, চাঁদপুর; ঢাকা সেনানিবাস হতে নিখোঁজ। ৬. কল্পনাবালা শীল, দক্ষিণ জয়পুর; ঢাকায় নিহত। ৭. ননীগোপাল মজুমদার, আওলিয়া। ৮. কালীপ্রসন্ন মজুমদার, কৃষ্ণচন্দ্র। [অসম্পূর্ণ তালিকা]


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫। ২। বাংলাপিডিয়া।