ঠাকুর কাছারি, বরিশাল

Barisalpedia থেকে

বরিশাল শহরের স্টীমারঘাটের পশ্চিমদিকে একটি পুরানো কাছারির স্থাপনা আজো বিদ্যমান। কেষ্ট ঠাকুরের কাছারি নামে পরিচিত এক সময়ের এই সুদৃশ্য ভবন থেকে পরিচালিত হতো পাথুরিয়াঘাটার বিখ্যাত জমিদার কানাইলাল ঠাকুরের জমিদারি। কানাইলাল ঠাকুর তপ্পে নাজিরপুর জমিদারির প্রায় সমুদয় অংশ ক্রয় করার পর এই কাচারি স্থাপন করেন বলে অনুমিত। পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারের ঐতিহ্য ধারণ করে কেষ্ট ঠাকুরের ভগ্নপ্রায় এই কাছারি পুরানো দিনের স্মৃতি আজো বহন করে আছে।

Image 20.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।