ঝালকাঠি পৌরসভা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০১, ২৪ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৮৭৫ খ্রিষ্টাব্দে ১ এপ্রিল ৯ সদস্যবিশিষ্ট ঝালকাঠি পৌরসভ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৮৭৫ খ্রিষ্টাব্দে ১ এপ্রিল ৯ সদস্যবিশিষ্ট ঝালকাঠি পৌরসভা গঠন করা হয়। ১৮৭৫-১৯১৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত সাবরেজিষ্ট্রার পৌরসভার সভাপতি ছিলেন। ১৯১৭ খ্রিষ্টাব্দে ৫ মার্চ কংগ্রেস নেতা জমিদার ষ্টেটের ম্যানেজার রজনী কান্ত চট্টোপাধ্যাায় চেয়ারম্যান এবং উপেন্দ্রনাথ পাল ভাইস চেয়ারম্যান ছিলেন। উপেন্দ্রনাথ অয়েল ও রাইস মিলের মালিক ছিলেন। তিনি ১৯১৮-৩১ খ্রিষ্টাব্দ পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। অশ্বিনী কুমার দাশ ১৯৪১ খ্রিষ্টাব্দে পর্যন্ত এবং ষষ্ঠী চরণ কুÐু ১৯২৪-৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। মহেন্দ্র দাশ ১৯৪৭-৪৮ খ্রিষ্টাব্দে চেয়ারম্যান ছিলেন। ১৯৪১ খ্রিষ্টাব্দে পৌরসভার আয়তন ছিল ১.১ বর্গামাইল। ১৮৮১ খ্রিষ্টাব্দে পৌরসভার লোকসংখ্যা ছিল ১৪৬৩ জন এবং ১৯৪১ খ্রিষ্টাব্দে ৯১৮৪ জন। ১৯০৯ খ্রিষ্টাব্দে ঝালকাঠি সরকারী বিদ্যালয়, ১৯৪৬ খ্রিষ্টাব্দে এইচ সি বালিকা বিদ্যালয় এবং ১৯৪৭ খ্রিষ্টাব্দে উদ্বোধন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।