ঝালকাঠি জেলার বিখ্যাত ব্যক্তিগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২৪, ২৭ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

ঝালকাঠি জেলার গুণী ও বিখ্যাত ব্যক্তিবর্গের একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নে প্রদত্ত হলো। এই ব্যক্তিগণের প্রত্যেককে নিয়ে বরিশালিপিডিয়ায় স্বতন্ত্র নিবন্ধ রয়েছে। তাঁদের সম্পর্কে বিস্তারিত জানতে উক্ত নিবন্ধগুলো দেখা যেতে পারে।

কাঠালিয়া উপজেলা

আওরাবুনিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মোহাম্মদ মকসুদুল্লাহ (রহ.), (১৮৮৩ - ?), তালগাছিয়ার পিরসাহেব।

শৌলজালিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. বয্লুর রহমান (১৯০১ - ১৯৮৫) সুফিতাত্ত্বিক সাধক ও লেখক; গ্রাম: শৌলজালিয়া। ২. জাহাঙ্গীর তারেক (১৯৪৩-২০০৩), ভাষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস এর ভূতপূর্ব পরিচালক; গ্রাম: শৌলজালিয়া।


ঝালকাঠি সদর উপজেলা

ঝালকাঠি পৌরসভার বিখ্যাত ব্যক্তিগণ: ১. রজনীকান্ত চট্টোপাধ্যায় (১৮৭৪ - ২৪ নভেম্বর ১৯৩৬), রাজনীতিক ও সমাজসেবক; পৌরসভার চেয়ারম্যান এবং ১৯২১ খৃস্টাব্দ থেকে ১১ বছর জেলা কংগ্রেসের সভাপতি। ২. নকুলেশ্বর সরকার (১৮৯৪ - ১৯৮৭), খ্যাতনামা কবিয়াল।

বিনয়কাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. দাউদ শাহ (১৬ শতকের শেষভাগ) সুফি সাধক; গ্রাম: সুগন্ধিয়া । ২. হজরত একিন শাহ (১৮ শতক?) সুফি সাধক; গ্রাম: সুগন্ধিয়া ৩. কামিনীকুমার ঘোষ ( ১৮৮৯ - ৩১ অক্টোবর ১৯৭৪), নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্ণধার; গ্রাম: বিনয়কাঠি।

গাবখান-ধানসিড়ি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শশীকুমার তর্কতীর্থ (? - ১৯৪৮), গৈলা কবীন্দ্র কলেজের প্রধান অধ্যাপক; গাবখান গ্রাম। ২. শান্তিরঞ্জন পালিত: (২৪ মার্চ ১৯১২ - ১৩ সেপ্টেম্বর ১৯৮১), ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স এর ফিজিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক; গাবখান গ্রাম।

গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হজরত শাহ আহম্মদ (ষোল শতকের শেষভাগ), বাগদাদ থেকে আগত সুফী সাধক; গ্রাম: উদচড়া। ২. তিতুরাম পুততুণ্ড (অষ্টাদশ শতক), চন্দ্রদ্বীপের ইতিহাস লেখক শ্রীবৃন্দাবন পুততুণ্ডের পূর্ব পুরুষ, রাজা উদয়নারায়ণ কর্তৃক সনদপ্রাপ্ত জ্যোতিষী; গ্রাম: হোসেনপুর। ৩. অন্নদাসুন্দরী ঘোষ (১৮৭৩ - ২০ জুলাই ১৯৫০), কবি ও বিপ্লবী শান্তিসুধা ঘোষের মা; গ্রাম রামচন্দ্রপুর। ৪. কালীশচন্দ্র বিদ্যাবিনোদ (? - ১৪ আগস্ট ১৯১৪), ১৮৯৪খ্রি. ‘দরিদ্র বান্ধব সমিতি’র সর্বাধিনায়ক; গ্রাম রামচন্দ্রপুর। ৫. বৃন্দাবন চন্দ্র পুততুণ্ড (১৮৭৫ - ১৯৬২), ‘চন্দ্রদ্বীপের ইতিহাস’ গ্রন্থের স্বনামধন্য লেখক; গ্রাম: হোসেনপুর। ৬. সৈয়দ উদ্দীন আহমেদ (১৮৯০ - ৩১ মার্চ ১৯৫৫), প্রথম জীবনে নওয়াব সলিমুল্লাহর প্রাইভেট সেক্রেটারি ও পরবর্তী জীবনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা; গ্রাম: ভারুকাঠি। ৭. হেমচন্দ্র গুহ (১.৬.১৯০৩ - ১৮.১১.১৯৯২), যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য; কাঁচাবালিয়া গ্রাম। ৮. নিরঞ্জন সেনগুপ্ত (২৬ জুলাই ১৯০৩ - ৪ সেপ্টেম্বর ১৯৬৯), ৭ বছর আন্দামানে দ্বীপান্তর দণ্ডপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী; ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার উদ্বাস্তু ও ত্রাণমন্ত্রী; গ্রাম: ভারুকাঠি। ৯. হীরালাল দাশগুপ্ত (১৯০৫ - ২০ এপ্রিল ১৯৭১) বিপ্লবী ও শহীদ মুক্তিযোদ্ধা: গ্রাম: ভারুকাঠি। ১০. অশোক গুহ (১৯১১ - ১৯৬৫), বিখ্যাত অনুবাদক ও লেখক; গ্রাম: কাঁচাবালিয়া।

কেওড়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. জনার্দন বন্দ্যোপাধ্যায় (১৯২৮ - মার্চ ১৯৭৯), কলকাতায় নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের তিনি প্রতিষ্ঠাতা ও প্রধানশিক্ষক, গ্রাম: কেওড়া। ২. মুহাম্মদ হোসেন (রঃ), জৌনপুরী সিলসিলার প্রবীণ খলিফা। ৩. শঙ্কর সেনগুপ্ত (১৯৩৩-১৫.১০.১৯৮৯), বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও লেখক; গ্রাম: কেওড়া।

নথুল্লাবাদ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. অশ্বিনীকুমার গঙ্গোপাধ্যায়: (জন্ম ১৮৮৮ - ১৬ নভেম্বর ১৯৮৫), স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী; গ্রাম: নথুল্লাবাদ। ২. সৈয়দ আবদুল মান্নান (১৯১৪ - ১৯৮০) লেখক ও সাংবাদিক, গ্রাম: চাচইর।

কীর্তিপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হরসুন্দরী দেবী ( ? - ১৮২৮ ), কীর্তিপাশার জমিদারির প্রতিষ্ঠাতা কৃষ্ণরামের প্রপৌত্র কালী প্রসন্ন কুমারের স্ত্রী যিনি সহমরণে স্বামীর চিতায় আরোহণ করেছিলেন; গ্রাম: কীর্তিপাশা। ২. শরৎকুমার রায় (১৮৭৮- ২ জুন ১৯৩৫), লেখক ও সাংবাদিক; গ্রাম: তারপাশা। ৩. চিন্তারঞ্জন স্মৃতিতীর্থ: (জুলাই ১৮৮৩ - ৩০ মার্চ ১৯৫০), মহাভারতের বিষয়ে নিখিল ভারতীয় প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে ‘সরস্বতী’ ও ‘ভারতী’ উপাধিপ্রাপ্ত; গ্রাম: তারপাশা। ৪. আশুতোষ আইচ: (১৮৯৫ - ১৯৯৪ সালে) কোলকাতার বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান ‘শ্রীনিকেতন’-এর প্রতিষ্ঠাতা; গ্রাম: রুনসি। ৫. রাধিকারঞ্জন বন্দ্যোপাধ্যায়: (১৯১৬- ১৩.১.১৯৯৯) স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের দুই মেয়াদে মন্ত্রী, গ্রাম: তারপাশা। ৬. শৈলেন পাল (১০.৫.১৯২২-৩.৫.২০০০), ভারতের বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা; গ্রাম: গোবিন্দধবল ৭. অধ্যাপক ড তপন রায়চৌধুরী (১৯২৬ সালের ৮ মে - ২৬ নভেম্বর ২০১৪) খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ ও অক্সফোর্ডের প্রফেসর; গ্রাম: কীর্তিপাশা।

নবগ্রাম ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মাহের উদ্দীন ফকির (রঃ) (উনবিংশ শতক), সুফী-সাধক, গ্রাম: মোকাররমপুর। ২. সুহাসিনী সেন (১৯১৬-২১.৮.১৯৯৭), স্বাধীনতা সংগ্রামী ও মনোরমা (বসু) মাসিমার ঘনিষ্ঠ সহযোগী; গ্রাম: বাউকাঠি।

পোনাবালিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হেমচন্দ্র রায়চৌধুরী (৬ এপ্রিল ১৮৯২ - মৃত্যু ৪ মে ১৯৫৭), বিশিষ্ট ঐতিহাসিক ও কলকাতা বিশ^বিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, পোনাবালিয়ার জমিদার পরিবারের সন্তান, গ্রাম: পোনাবালিয়া। ২. আবদুল গনি বয়াতি (১৯০৯ - ১৯৭৯ সনের ১৯ আগস্ট) জারী স¤্রাট ও গীতিকার; গ্রাম: নুরুল্লাপুর।

শেখেরহাট ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শেখ শাহ্ খুদগীর (১৭ শতক) আরব থেকে আসা ইসলাম প্রচারক; তাঁর নামে শেখের হাট নামকরণ: গ্রাম: রাজপাশা। ২. কালু খা (১৭ শতক), শাহ সুজার সামরিক কর্মচারী; গ্রাম: শেরযুগ। ৩. আবদুল কুদ্দুস (? - ১৯৭৬), ছারছিনা মাদ্রাসার হেড মাওলানা; গ্রাম: গুয়াটোন

বাসন্ডা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. চণ্ডীচরণ সেন (২৭ জানুয়ারি ১৮৪৫- ১০ জুন ১৯০৬) সাব-জজ, লেখক ও কবি কামিনী রায়ের পিতা; গ্রাম: বাসণ্ডা। ২. কামিনী রায় (১২ অক্টোবর ১৮৬৪ - ২৭ সেপ্টেম্বর ১৯৩৩) বিখ্যাত কবি ও ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট; গ্রাম: বাসণ্ডা। ৩. ডা. যামিনী সেন (জুন ১৮৭১ - ১৯৩৩) ‘ফেলো অফ দি রয়াল ফ্যাকাল্টি অফ সার্জনস অ্যান্ড ফিজিশিয়ানশ’ উপাধিতে ভূষিত পৃথিবীর প্রথম মহিলা ডাক্তার; কামিনী রায়ের বোন; গ্রাম: বাসণ্ডা। ৪. সুধীরকুমার সেন (১৮৮৮ - ২৮ আগস্ট ১৯৫৯), ‘সেন অ্যান্ড পন্ডিত কোং’ এর মালিক; কবি কামিনী রায়ের ভাই; ভারতবর্ষে সাইকেলের ব্যবসায় এবং সাইকেল নির্মাণ ও বিকাশে পথিকৃৎ; গ্রাম: বাসণ্ডা।

নলছিটি উপজেলা

নলছিটি পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. পীতাম্বর সেন (অষ্টাদশ শতক), ১৭৫৭ সালের পলাশী যুদ্ধের ষড়যন্ত্রকারী রাজবল্লভের পৌত্র ও নলছিটি শহরের প্রতিষ্ঠাতা। ২. হেরম্বনাথ চট্টোপাধ্যায় (১.৩.১৯২৫ - ১১.৮.১৯৯৯), বিশিষ্ট শিক্ষাব্রতী; কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি.ফিল. এবং বুদাপেস্ট বিশ্ববিদ্যালয় থেকে ডি.এসসি.।

দপদপিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হোসাইন আহমদ (রহ.), (? - ১৯৬৫) তিমিরকাঠির হুজুর নামে পরিচিত ছারছিনা মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক; গ্রাম: দপদপিয়া। ২. আবদুল মান্নান: (? - ১৯৯৪) মুক্তিযুদ্ধে বরিশাল সদরের বেইজ কমান্ডার, গ্রাম: দপদপিয়া। ৩. গোলাম মুস্তাফা (২ মার্চ ১৯৩৫ - ২০ ফেব্রুয়ারি ২০০৩), বাংলাদেশের অভিনয় জগতে এক কিংবদন্তী; গ্রাম: দপদপিয়া।

কুলকাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হজরত শাহ্ চেরাগ আলম (১৭ শতকে) ইসলাম ধর্ম প্রচারক; গ্রাম: বিহঙ্গল। ২. অমূল্যকুমার দাশগুপ্ত (জন্ম ১৯১১ - ৫ মার্চ ১৯৭৩), লেখক এবং ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘শনিবারের চিঠি’র সহ-সম্পাদক; গ্রাম: কুলকাঠি। ৩. সুশীলকুমার মুখোপাধ্যায় (১.১.১৯১৪ - ১৮.১১.২০০৬), প্রখ্যাত মৃত্তিকাবিজ্ঞানী এবং কলকাতা ও কল্যাণী দুটি বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য; গ্রাম: কুলকাঠি।

কুশংগল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. তারিণীকুমার গুপ্ত (১৮৫০ - ১১ জানুয়ারি ১৯২৪), স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী ডাক্তার ও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান; গ্রাম: সরমহল। ২. নিশিকান্ত গঙ্গোপাধ্যায় (জন্ম ১৮৮৫ - ২১ ডিসেম্বর ১৯৭৮), ১৯৩০খ্রি. বরিশাল জেলা কংগ্রেসের সভাপতি ও বরিশালের সত্যাগ্রহ পরিচালনার সর্বাধিনায়ক; গ্রাম: মানপাশা। ৩. বিমল সেন (জন্ম ১৯০৬ - ১০ সেপ্টেম্বর ১৯৩৪), বিখ্যাত লেখক, গ্রাম: ফয়রা । ৪. যতীন্দ্রনাথ রায় (১৮৮৯ - ১৭ নভেম্বর ১৯৭২), ওরফে ফেগু রায়; বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী; কুশঙ্গল গ্রাম। ৫. নগেন্দ্রনাথ গুপ্ত (২০ জুন ১৯০৯- ২০ জুলাই ১৯৮৫) বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সংঘের জেলাশাখার সভাপতি ও শঙ্কর মঠের গ্রন্থাগারিক; গ্রাম: সরমহল।।

মোল্লাহাট ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬ সালের ১ এপ্রিল - ১৯৯৭ সালের ১০ জানুয়ারি), বিখ্যাত লেখক, গ্রাম: কামদেবপুর।

রানাপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (রহ.) (? - ১ আগস্ট ১৯৪২), হদুয়ার পীরসাহেব; গ্রাম: হদুয়া।

সিদ্ধকাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. গিরিজাপ্রসন্ন রায়চৌধুরী (জন্ম ১৮৬২ - মৃত্যু ১৮৯৯) সাহিত্যিক, গ্রাম: সিদ্ধকাঠী। ২. অনুকূলচন্দ্র (১৮৯৫ - ??), বরিশাল ‘ধর্মরক্ষিণী সভা’র অধ্যাপক ও সহ-সম্পাদক এবং আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে গীতা, রামায়ণ, মহাভারত প্রভৃতির ব্যাখ্যাতা; গ্রাম: সিদ্ধকাঠী।


রাজাপুর উপজেলা

গালুয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সৈয়দ হাতেম আলী (১৯০৭- ২৮ মার্চ ১৯৭৪), ওরফে হাতেম মীরা; সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল- এর প্রতিষ্ঠাতা; গ্রাম: গালুয়া। ২. আজিজুল হক শাজাহান (১৯৩৩- ১৫ নভেম্বর ২০১৪), লেখক এবং শেরে বাংলার সহকারী একান্ত সচিব; গ্রাম: গালুয়া।

সাতুরিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শেখ শাহাবুদ্দিন (১৬২৮ - ১৭৪৫), সাতুরিয়ার জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ও ইসলামী সাধু পুরুষ। গ্রাম: সাতুরিয়া। ২. মেহেরুন্নেছা (ঊনবিংশ শতক), সাতুরিয়ায় পোস্ট অফিস, স্কুল ও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা এবং বরিশাল সদর হাসপাতালের অন্যতম জমিদাতা, গ্রাম: সাতুরিয়া। ৩. মুহাম্মদ ইয়াকুব মিয়া (১৯২৮ - ১৯৭১), এ কে ফজলুল হক গভর্নর থাকাকালে তাঁর একান্ত সচিব ও শহীদ বুদ্ধিজীবী; গ্রাম: সাতুরিয়া।

শুক্তাগড় ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. বনমালী চক্রবর্তী (১২ ফেব্রুয়ারি ১৮৭৫ - ১৬ এপ্রিল ১৯৫৭), কলকাতা বঙ্গবাসী কলেজ ও কাশী হিন্দু কলেজের অধ্যক্ষ; গ্রাম: শুক্তাগড় । ২. অমরেন্দ্র ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯০৭ - ১৪ জানুয়ারি ১৯৬২), বিভাগপূর্ব পূর্ব বাংলার বিখ্যাত ঔপন্যাসিক; গ্রাম: শুক্তাগড় । ৩. দেলওয়ার হোসেন (১ এপ্রিল ১৯৪৫ - ২৩ সেপ্টেম্বর ১৯৮১), বীরপ্রতীক মুক্তিযোদ্ধা ও ৬ নম্বর সেক্টরের অধীন দিনাজপুরের সাব-সেক্টর কমান্ডার; গ্রাম: গোপালপুর। ৪. হুমায়ূন কবির (২৫ ডিসেম্বর ১৯৪৮ - ৬ই জুন ১৯৭২) কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; গ্রাম: স্যাকরাইল।



১। সংসদ বাঙালি চরিতাভিধান। ২। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৩। সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল বিভাগের ইতিহাস।