ঝালকাঠি উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে

ঝালকাঠি উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. জাহাঙ্গীর হোসেন বিএ বিএল, মির্জাপুর, শেখেরহাট। ২. জাহাঙ্গীর হোসেন-এর ছোট ভাই কবীর, মির্জাপুর, শেখেরহাট। ৩. রমাবতি বসু, সাইচলাপুর। ৪. হোসেন আলী খা, কান্ডারগতি। ৫. নারায়ণচন্দ্র সমদ্দার, কুতুবকাটি। ৬. মন্নান হাওলাদার শিক্ষক, আলীপুর। ৭. ইপিআর মোবারক আলী পার্বতীপুরে শহীদ। ৮. শ্যামলাল সাহা, ঝালকাটি। ৯. সুনীল বরণ মিস্ত্রি, নরেরকাটি। ১০. আবদুর রাজ্জাক সর্দার ঝালকাঠি। ১১. শীতলচন্দ্র ডাকুয়া, মাগুরা। ১২. বসন্ত কুমার, মিরাকাটি। ১৩. এনায়েত হোসেন, বেশাইনখান। ১৪. নীহাররঞ্জন শীল, তারপাশা। ১৫. এসমাইল হোসেন, ঝালকাটি। ১৬. করিম মোল্লা, বেশাইনখান। ১৭. মালেক মোল্লা, বেশাইনখান। ১৮. সাইদুল করিম আজাদ, বেশাইনখান। ১৯. শেফালী রাণী মিস্ত্রি, গোয়ালকান্দা। ২০. আরতি মিস্ত্রি, গোয়ালকান্দা। ২১. তপন কুমার ওঝা, খোদ্দরবহর। ২২. কার্তিকচন্দ্র হালদার, খোদ্দরবহর। ২৩. ইপিআর দেলওয়ার হোসেন মোল্লা বেশাইনখান। ২৪. সিপাহী মুজিবর রহমান কমলাপুর; কুমিল্লায় যুদ্ধে শহীদ। ২৫. আবদুস সালাম তালুকদার, পাজিপুথিপাড়া। ২৬. আবদুল হক, পশ্চিম ঝালকাঠি। ২৭. রত্তন আলী খাঁ পশ্চিম, ঝালকাঠি। ২৮. মানিক মিয়া, পশ্চিম ঝালকাঠি। ২৯. আলতাফ হোসেন তালুকদার, রামনগর। ৩০. মুরলীধর চক্রবর্তী, পুরোহিত, ঝালকাঠি। ৩১. ডা. ধীরেন্দ্রচন্দ্র চ্যাটার্জি, ঝালকাঠি বন্দর। ৩২. আবদুল লতিফ হাওলাদার, পূর্ব চাঁদকাঠি। ৩৩. হরেন্দ্রনাথ বারৈ, শ্রীমন্তকাঠি। ৩৪. আবদুল লতিফ খান, রাজপাশা। ৩৫. ইবিআর লান্স নায়েক মোহাম্মদ মাসুম তালুকদার, পরমহল। ৩৬. সওগাত হোসেন লস্কর অশ্রু, বাসন্ডা রোড। ৩৭. মনিন্দ্রলাল দাস, গড়াঙ্গল। ৩৮. মোতাহার আলী মাঝি, রামচন্দ্রপুর। ৩৯. শেখ সায়েদুল ইসলাম, রাজপাশা। ৪০. নৃপেন্দ্র নাথ মজুমদার, কুতুবকাটি। ৪১. খালেক হাওলাদার, পাড় কেফাইতনগর। ৪২. কেশবলাল মিস্ত্রি, শিক্ষক, মিরাকাটি। ৪৩. জব্বার খান, আলীপুর। ৪৪. ৪৫. মাধব, বন্দর। ৪৬. ক্ষিতিশ সাহা, বন্দর। ৪৭. নরেন্দ্রচন্দ্র নাথ, মির্জাপুর। ৪৮. এনাজদ্দিন মিয়া, রামনাথপুর। ৪৯. খলিলুর রহমান, বেশাইন। ৫০. সুমতি বালা এতবর, মিরাকটি। ৫১. মনোরঞ্জন বেপারী, ডুমুরিয়া। ৫২. দেলওয়ার সিকদার, বাসন্ডা। ৫৩. হারুন-অর রশীদ, দেউলকাটি। ৫৪. আবুল কালাম মোহাম্মদ শাহজাহান, তেরআনা। ৫৫. হোসেন আলী খান, খাদিদিয়া। ৫৬. সুমতি ঘরামি, রমানন্দপুর। ৫৭. মালতী রানী মিস্ত্রি, রমানন্দপুর। ৫৮. লতিফ মাঝি, রমানন্দপুর। ৫৯. ফজলুল হক, পূর্ব চাদকাটি। ৬০. সুলতান আহমেদ বিমান বাহিনী, বীরসেনা। ৬১. সন্তোষ কুমার আচার্য্য, শিক্ষক, চাঁদকাটি। ৬২. রমারঞ্জন ভট্টাচার্য, কীর্তিপাশা। ৬৩. দিলীপ কুমার বসু, ঝালকাটি। ৬৪. আবুল কাশেম শরীফ, শিরযুগ। ৬৫. রেজাউল করিম মানিক। ৬৬. সাইফুল করিম রতন। ৬৭. সালাউদ্দীন মজনু। ৬৮. সৈয়দ আলী মোল্লা, বেশাইন। ৬৯. রমেশচন্দ্র বসু, হোসেনপুর। ৭০. কেশব, গাভা। ৭১. সমীরণ, গাভা। ৭২. ইন্দ্রজিত হালদার, কাফুরকাটি। ৭৩. সন্তোষ কুমার আচার্য্য, ঝালকাঠি। ৭৪. কমলা রাণী দাস, সাইচলাপুর। ৭৫. কল্পনা রাণী দাস, সাইচলাপুর; ২১ মে বিষখালী নদীর পাড়ে গুলি করে হত্যা করা হয়। ৭৬. দুর্গশংকর দাস, সাইচলাপুর। ৭৭. আবদুস ছাত্তার, গোবিন্দধবল। ৭৮. রসিদ। ৭৯. মানিক। ৮০. দীনেশমন্ডল, গাবখান। ৮১. প্রমীলা, রমানন্দপুর। ৮২. আলাউদ্দীন, রমানন্দপুর। ৮৩. জেন্নাত আলী, রমানন্দপুর। [একটি আপাত অসম্পূর্ণ তালিকা তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।