ঝালকাঠির জমিদার ঘোষাল পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:৪৬, ১২ জুন ২০১৮ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সেলিমাবাদ পরগণার অন্যতম জমিদার ছিল ঝালকাঠির ঘোষাল পরিবার। রায়েরকাঠির জমিদারদের সহায়তা করে তার প্রতিদান স্বরূপ এই পরিবার জমিদারি অর্জন করেন।

ঝালকাঠির জমিদার ঘোষাল পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন দেওয়ান গোকুল চন্দ্র ঘোষাল। রায়েরকাঠির জমিদার জয়নারায়ণের পুত্র শিবনারায়ণ চট্টগ্রামের দেওয়ান গোকুল চন্দ্র ঘোষালের চেষ্টায় কোম্পানির কুঠিয়াল ভেরেলস্টের সাথে সাক্ষাৎ করেন। ভেরেলস্ট রাজবল্লভ ও তার পুত্রদের দখল থেকে ১১৬৪ বাংলা সনে সাড়ে এগারো আনা সম্পত্তি পুনরুদ্ধার করে শিবনারায়ণকে প্রদান করেন। শিব নারায়ণ সন্তুষ্ট হয়ে দেওয়ান গোকুল চন্দ্র ঘোষালকে পাঁচআনা পনেরো গণ্ডা অংশ প্রদান করেন। ঘোষাল ও শিবনারায়ণের আবেদনক্রমে ১৭৭২ খৃৃস্টাব্দে ঢাকার চীফ মিঃ বারওয়েল জমিদারী অংশীদারদের মধ্যে ভাগ করে দেন। ১৭৭৩ খ্রিস্টাব্দের বণ্টননামা বরিশাল কালেক্টরেটে ছিল। পরে ঘোষাল পরিবার সেলিমাবাদে ৮ আনা ১২॥ গণ্ডা জমিদারী অধিকার করে। তারা কলকাতার ভূকৈলাশে বাস করত। গোকুল চন্দ্র ঘোষাল ১৭৭৯ খৃৃস্টাব্দে মারা যান।

কালী শংকর ঘোষাল ১৮২৪ খৃৃস্টাব্দে রাজা বাহাদুর উপাধি লাভ করেন। ঝালকাঠির গুরুধামে তাদের কাছারি ছিল। সত্যশরণ ঘোষাল ঝালকাঠিতে ৩টি দালান, রাস্তা ও পুল নির্মাণ করে শহরটিকে সুন্দর করেন। এজন্য শহরের নাম মহারাজ নগর বা জয়নগর। সত্যনারায়ণের কাছারি বাড়িতে ঝালকাঠি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।

ঘোষাল পরিবারের বংশলতিকা: গোকুল চন্দ্র ঘোষালের পুত্র জয় নারায়ণ ঘোষাল, তদীয় পুত্র রাজা কালী শঙ্কল ঘোষাল বাহাদুর, তদীয় পুত্র রাজা সত্য শরণ ঘোষাল বাহাদুর, তদীয় পুত্র রাজা সত্যানন্দ ঘোষাল বাহাদুর, তদীয় পুত্র রাজা সত্যশ্রী ঘোষাল বাহাদুর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।