ঝালকাঠিতে বৃটিশবিরোধী অসহযোগ আন্দোলন
১৯২১ খৃৃস্টাব্দে ঝালকাঠিতে অসহযোগ আন্দোলনে রজনী চট্টোপাধ্যায়, ললিত বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সেন চৌধুরী, বসন্ত ঘটক, উপেন্দ্র পাল, রসিক পাল, রাজা সত্যশরণ ঘোষাল প্রমুখ আন্দোলনে যোগ দেন। ১৯২২ খৃৃস্টাব্দে সেপ্টেম্বর মাসের ৩ তারিখে মহাত্মা গান্ধী, মুহাম্মদ আলী, শওকত আলী ঝালকাঠির নদীর তীরে বক্তৃতা করেন। সত্যশরণ ঘোষাল তাদের অভ্যর্থনা জানালেন। ঐ বছর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ঝালকাঠি পরিদর্শন করেন। আন্দোলনের ব্যাপকতার জন্য ঝালকাঠি কংগ্রেস কমিটি মহকুমার মর্যাদা লাভ করে। কংগ্রেসের সভাপতি ছিলেন রজনী কান্ত চট্টাপাধ্যায় ও সম্পাদক ছিলেন অশ্বিনী কুমার গাঙ্গুলী। ১৯৩০ খৃৃস্টাব্দে বোমা তৈরির সময় ভারুকাটি স্কুলের ছাত্র কৃষ্ণ কান্ত দাশ নিহত হন। অসহযোগ আন্দোলনে পটুয়াখালীতে যারা নেতৃত্বে দেন তারা হলেন সতীন্দ্রনাথ সেন, কেদারনাথ সমদ্দার, হীরালাল দাশগুপ্ত, দীনেশ সেন, গোপাল ভট্টাচার্য নগেন্দ্র নাথ পুততুগু প্রমুখ।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।