জিতেন্দ্রলাল দত্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৩৮, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জিতেন্দ্রলাল দত্ত ১৯০৭ সালে বিরাট গ্রামে জন্মগ্রহণ করেন..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জিতেন্দ্রলাল দত্ত ১৯০৭ সালে বিরাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিএম কলেজ হতে বিএ এবং কলকাতা সিটি কলেজ হতে বিএল পাস করে ১৯৪৩ সালে বরিশাল বারে যোগ দেন। ১৯৭১ সালের ১৪ অক্টোবর রাজাকার বাহিনী তাকে বরিশাল শহরের বগুড়া রোডে হত্যা করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।