জার্মান যুবরাজের বরিশালে আগমন ১৯১২

Barisalpedia থেকে

১৯১২ খৃৃস্টাব্দে জার্মান যুবরাজ উইলিয়াম কাইজার ও জাপান ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বরিশালে আগমন করেন। তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য উপকূলীয় অঞ্চল জরিপ করা। জার্মান যুবরাজ দলবল নিয়ে পটুয়াখালী হয়ে কুকরি-মুকরি দ্বীপে শিকারে যান। তাদের সাথে পাথরঘাটা থানার কাকচিড়ার বিখ্যাত শিকারী আবদুস সামাদ সিকদার (চান্দু) ছিলেন। তিনি যুবরাজ ও জাপানী ব্যাংক কর্মকর্তাকে বুনো মহিষের হাত থেকে রক্ষা করেন এবং সাহসিকতার জন্য পদক লাভ করেন। রাসবিহারী ঘোষের সাথে জার্মানদের আঁতাত ছিল। অনুশীলন ও যুগান্তর দলকে অস্ত্র প্রেরণের জন্য উপক‚লীয় অঞ্চল জরিপ করা দরকার ছিল। ১৯১৫ খৃৃস্টাব্দে জার্মানির পাঠানো সাবমেরিন ভুল করে স›দ্বীপে অস্ত্র নামাবার চেষ্টা করে। ইংরেজ নৌজাহাজ জার্মান ডুবোজাহাজ আক্রমণ করে ধ্বংস করে দেয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।